মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:০৯ পূর্বাহ্ন

রায়গঞ্জে দিন দিন হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ডাক বাক্স

Coder Boss
  • Update Time : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৪০ Time View

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের অধিকাংশ এলাকায় অবস্হিত এক সময়কার ঐতিহ্যবাহী ডাক বাক্সের কদর নেই বললেই চলে। উপজেলা থেকে দিন দিন হারিয়ে যেতে বসেছে। অধিকাংশ এলাকায় অযত্নে-অবহেলায় অকেজো হয়ে পড়ে আছে ডাক বাক্সগুলো। এখন আর কেউ ডাক বাক্সের যেমন খবর নেয় না কেউ তেমনি খবর রাখে না ডাক পিয়নদেরও। অথচ এক সময় প্রিয়জনদের কাছে লেখা একটি চিঠি বা অন্য কোনো পত্রাদি ডাক বাক্স বা ডাক পিয়নের হাতে দেওয়ার জন্য বিচলিত হয়ে পড়তেন অনেকেই। চিঠি আসতে একটু দেরি হলেই শুরু হয়ে যেতো কানাগুসা। এমনকি সকাল-বিকেলে ডাক পিয়নের বাড়িতে ছুটে যেতেন মানুষ। তাছাড়া যাদের আত্মীয়স্বজন বিদেশে থাকতেন তাদের কাছে ডাক বাক্স বা ডাক পিয়নের কদরই ছিল আলাদা। ডাক পিয়নও তার দায়িত্ব কর্তব্য যথারীতি পালন করতেন। অনেক সময় জীবনের ঝুকি নিয়ে প্রাপকের কাছে তার কাঙ্খিত চিঠিপত্র, টাকা-পয়সা বা অন্যান্য ডকুমেন্ট পৌছে দিতেন তারা। কিন্তু এক সময়কার সেই ঐতিহ্যবাহী ডাক বাক্সগুলো এখন আর আগের মতো ব্যবহার করা হয় না। স্মার্ট ফোনের কাছে আজ এগুলো প্রায় বিলুপ্তির পথে। বর্তমানে গুরুত্বপূর্ণ কিছু জায়গায় এই ডাক বাক্স সচল থাকলেও অধিকাংশ যায়গায় অকেজো হয়ে পড়ে আছে। এমতাবস্থায় উপজেলার বিভিন্ন এলাকার হাট-বাজারে অযত্নে-অবহেলায় পড়ে থাকা ডাক বাক্সগুলো সংস্কার করে মানুষের সেবার আওতায় আনার জন্য দরকার বলে মনে করেন অধিকাংশ মানুষেরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102