শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম:
সুন্দরবন উপকূলে পাউবোর জমিতে অন্তত দুই হাজার স্থাপনা: দখলদারদের দৌরাত্ম্য, উচ্ছেদে নেই দৃশ্যমান অগ্রগতি শীতের শুরুতেই বাগেরহাটে অতিথি পাখির আগমন শুরু মোরেলগঞ্জে ২৫৭ শিক্ষার্থীর অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে সম্পন্ন বেসরকারি বৃত্তি পরীক্ষা মোরেলগঞ্জে বিএনপির ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত চিলাহাটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ডিডিএস কিটস উদ্বোধন লোহাগাড়া উপজেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সম্পন্ন বাংলাদেশের পঞ্চাশ বছর ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল আজ সেই ভয়াল ১৫ নভেম্বর ১৮ বছরেও ঘুরে দাঁড়াতে পারেনি উপকূলবাসী জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মোজাম্মেল হোসেনকে সংবর্ধনা প্রদান

লোহাগাড়া প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১২৮ Time View

মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি

গত ১০জানুয়ারি, শনিবার,রাত সাড়ে ৮টার সময় উপজেলা সংলগ্ন মাশাবি রেস্টুরেন্টের ভিআইপি হল রুমে লোহাগাড়া প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক এসোসিয়েশন`র অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন- রোগীরা সঠিক সেবা পেলে শহরমূখী হবেনা। কোন রোগীদের কোনভাবেই হয়রানি করা যাবেনা। সকল বেসরকারি হসপিটালে সেবার মানকে বেশি করে প্রাধান্য দিতে হবে এবং মানসম্মত পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।
বেসরকারি হসপিটালে পরীক্ষা-নিরীক্ষার মানকে আরও উন্নত করতে হবে। লাইসেন্স বিহীন কোন হাসপাতাল করা যাবেনা। উপজেলার বিভিন্ন এলাকায় কয়েকজন ভূয়া ডাক্তার রয়েছে, যারা ডেলিভারি করে মানুষকে জিম্মি করে রাখে। তাদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, হাসপাতাল পরিচালনা করে মানুষের অনেক উপকার করা যায়। রোগীদের সাথে কোনভাবেই খারাপ ব্যবহার করা যাবেনা। গরীব রোগীদের জন্য ফ্রি চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ আরও উন্নত করার জন্য উদ্যোগ নিয়েছি। সরকারি ভাবে ডেলিভারি রোগীদের জন্য একমাসের অগ্রীম ঔষধের ব্যবস্থা গ্রহণ করেছি। মানুষের আস্থার জায়গা নিয়ে যাওয়ার জন্য ইতিবাচক কাজগুলো করে যাচ্ছি।

লোহাগাড়া প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক এসোসিয়েশন`র সভাপতি, লোহাগাড়া মা`মনি হাসপাতালের ভাইস চেয়ারম্যান,ইবনে সিনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক,
বিশিষ্ঠ হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ আলীর সভাপতিত্বে সংগঠনের যুগ্ন সেক্রেটারি, লোহাগাড়া জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক নজরুল ইসলাম ও সহ-সেক্রেটারি,আধুুনিক হসপিটালের এমডি মোহাম্মদ দেলোয়ার হোসাইনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন সংগঠনের সেক্রেটারি, লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের ডাইরেক্টর(এডমিন) মৌলানা মাহমুদুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া মা`মনি হাসপাতালের মার্কেটিং ডিরেক্টর, বিশিষ্ঠ চিকিৎসক ডাঃ মোহাম্মদ ইসমাঈল, লোহাগাড়া প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক এসোসিয়েশন`র সিনিয়র সহ-সভাপতি, লোহাগাড়া মা`মনি হাসপাতালের ফাইন্যান্স ডাইরেক্টর ডাঃ আখতার আহমদ, সহ-সভাপতি,লোহাগাড়া মা শিশু হসপিটালের ভাইস চেয়ারম্যান আনসার উদ্দিন, লোহাগাড়া মা শিশু হসপিটালের ডিএমডি নোমান মেম্বার, অর্থ সম্পাদক,রেডিয়াম ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক জাহাঙ্গীর আলম,সংগঠনের সাংগঠনিক সম্পাদক, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি,এশিয়ান হসপিটালের পরিচালক ফাইন্যান্স এম সাইফুল্লাহ চৌধুরী,পদুয়া এশিয়ান হসপিটালের ভাইস চেয়ারম্যান আবদুল গফুর।

অনুষ্ঠানে লোহাগাড়া প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক এসোসিয়েশন`র সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সভায় সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বক্তরা।

অনুষ্ঠানে লোহাগাড়া প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক এসোসিয়েশন`র নব গঠিত কমিটি ঘোষণা করেন লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের ডাইরেক্টর(এডমিন), সংগঠনের সেক্রেটারি মৌলানা মাহমুদুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102