সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
৩বারের মত ওমানের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান সিআইপি” নির্বাচিত, ওমানে আনন্দের উল্লাস পাহাড়ের গ্রামে গ্রামে প্রাক বড়দিন উদযাপন শহীদ বুদ্ধিজীবী দিবসে নওগাঁর সাপাহারে আলোক প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন কবিতাঃ পথ প্রহরের যাযাবর শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে কিশোরগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে ঘাসফুলের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত জগৎটা কি সত্যিই মিথ্যার উপর দাঁড়িয়ে? বুদ্ধিজীবী দিবসে নীলফামারী জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি বাহার উদ্দিন বাংলাদেশ সীড এসোসিয়েশনের কার্ষকরী সদস্য নিবার্চিত রাহী ওয়ান ট্রাভেলস এর চেয়ারম্যান শফিকুল ইসলাম রাহী’ “সিআইপি” মনোনীত, সর্ব মহলের অভিনন্দন

সিলেটের বিশ্বনাথে প্রাথমিক বিদ্যালয়ের পুন: নির্মাণকৃত গেইটের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন

Coder Boss
  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৫ Time View

মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ (সিলেট) থেকে:

প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথে মাহমদ আলী, জয়বুন নেছা ও সালেহ আহমদ মেমোরিয়াল ট্রাস্টের অর্থায়নে প্রায় ৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত বিশ্বনাথ পৌর শহরের মিরেরচর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নান্দনিক গেইট পুন: নির্মাণের শুভ উদ্ভোধন করা হয়েছে। বিগত শনিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে পুন: নির্মাণকৃত নান্দনিক গেইটের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সোহেল রানা। মিরেরচর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক লিপি রাণী দেব’র সভাপতিত্বে ও সহকারী শিক্ষক কাকলী নন্দীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী সেবুল মিয়া, মুমিন খান মুন্না, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মাস্টার ইমাদ উদ্দিন, বিশ্বনাথ ওমর ফারুক (রা.) একাডেমীর সাবেক প্রধান শিক্ষক এইচ এম আখতার ফারুক, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মছদ্দর আলী, পুরানগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজ আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী জামাল উদ্দিন, সাংবাদিক মোঃ শাহিন উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদ, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ইসমাইল আলী, রামপাশা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আফিজ আলী, বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ কাউসার আহমদ বাপ্পী, পিটিএ সভাপতি মোঃ কবির উদ্দিন, কন্ট্রাক্টর জাহেদুর রহমান, বিশিষ্ট মুরব্বী আয়না মিয়া, মোঃ তাজ উদ্দিন, মোঃ মফজ্জুল ইসলাম, বিদ্যালয়ের সহকারি শিক্ষক শিখা রাণী সেন, রুজিনা আক্তার, ও কানিজ ফারহানা প্রমুখ।
শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের সাবেক ছাত্র মোজ্জাম্মেল আলী।
সভায় বক্তারা বলেন, ১৮৬২ খ্রিঃ অত্র বিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও এখনও বিদ্যালয়ের ভবন, মাঠ, আসবাবপত্রসহ সংকট থাকায় উন্নয়নের জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগের কাছে জোর দাবী জানান। এছাড়াও মাহমদ আলী, জয়বুন নেছা ও সালেহ আহমদ মেমোরিয়াল ট্রাস্টকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
এদিকে ৫লক্ষ টাকা ব্যয়ে ট্রাস্টের মাধ্যমে গেইট পুনঃ নির্মাণের জন্য মাহমদ আলী, জয়বুন নেছা ও সালেহ আহমদ মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মালিককেও ধন্যবাদ জানান।
পরে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে নান্দনিক গেইটের শুভ উদ্ভোধন করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102