শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দোকানঘর উচ্ছেদ ডিমলা কামিল মাদ্রাসা সেন্টারে অন্তর্ভুক্তির দাবিতে অধ্যক্ষ বরাবর আবেদন বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ হারুন উর রশিদ সিকদারকে সংবর্ধনা সিংগাইরে ইমাম- মোয়াজ্জেমদের মাঝে সাত্তার খানের শীতবস্ত্র বিতরণ Where the Earth Sings in Light and Green ছোটগল্প: স্বরচিত কষ্ট- কলমে: ইরি অতনু কটিয়াদীতে গভীর শ্রদ্ধা ও নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত মোরেলগঞ্জে মহান বিজয় দিবসে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন কবি নাসির আহমেদের সম্পাদনায় খুলনার কবি সাহিত্যিকদের জীবনালেখ্য গ্রন্থের মোড়ক উন্মোচন বাজিতপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষাবোর্ডের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কলামঃ রাজনীতি কি?

Coder Boss
  • Update Time : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৫ Time View

লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

এক সময়ে শুনতাম ‘নীতির রাজা হচ্ছে “রাজনীতি”! রাজনীতি করা শুরু করে ছিলাম যে গুরু দের অনুসরণ করে তারা ছিলেন নীতিতে ‘হিমালয় সম অটল’ মানুষ। যে সব বই কিনেছিলাম তার একখান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল মানসুর সাহেবের “রাজনীতির পঞ্চাশ বছর” এবং আতাউর রহমান খানের “ওজারতির দশ বছর”। এ দুটো বই ই তখন ছিলো! এত লেখক বা বই তখন ছিলো না! স্মর্তব্য, রাজনীতি আজ-ও করি কিন্তু সবাই ‘সুভাসবোস সোহরাওয়ার্দী ভাসানী তর্কবাগীশ মুজিব হয় না আবার সবাই পদ পদবী নিয়ে আয়-উপার্জন ও করে খায় না!
এখন “মুজিবের” পরে ইংরেজি বাংলা মিলে আছে প্রায় ১,৩৫৫ খান বইর মত, জিয়ার উপর লেখা আছে প্রায় ৩৪৫ খান! কে পড়ে এসব! সে জন্য জিয়া দুটো সেক্টর কমান্ডার হ’য়ে ও কোন দলের লোক তাকে রাজাকার বললে টকশোতে আমতা-আমতা করে সে দলের লোক তাকে ‘ঘোষক” বলেই অনুষ্ঠান শেষ করেন, আর মুজিব স্বাধীনতা চায় নাই, ৭ মার্চ কেন স্বাধীনতা ঘোষণা করে নাই, কেন না পালিয়ে সেচ্ছায় বন্দী হলো, এসবের উত্তর দেয়া আওয়ামী লীগার খুঁজে পাওয়া কষ্ট!
তৎকালীন মুনসুর স্যারের আর আতাউর রহমানের দুটো বই ছাড়া ছিলো ইত্তেফাকের মানিক মিয়ার ধারাবাহিক আর্টিকেল “মুসাফির” অন্য ছিলো “মধ্য রাতের অশ্বা রোহী” “চিলে কোথার সেপাই, সওগাতের নাসিরুদ্দিনের কলাম, ইত্যাদি। দু’জন লেখকের দুটো বই এতই ভারি ছিলো যা এখন কার রাজনীতির “হোল সেল লাইসেন্স পাওয়া লোকেরা” হাতে নিবেন না৷ মূল্য ও সম্ভবত তিনশত টাকার উপরে ছিলো! এখন বই পড়া লাগে না, ‘নেতা পিঠে’ হাত দিলে সেই ছবি ফেজবুকে পোস্ট দিয়েই তিনি নেতা! রাজনীতি তখন ছিলো জনকল্যাণমুলক এখন হয়েছে নিজ কল্যানমুলক! এখন বৈধ-অবৈধ ভাবে কিছু পয়সা জোগাড় করে কিছু চামচা জোটায়ে কিছু মাস্তান ভিড়ায়ে হাত-পা রগ কেটে কিছুদিন জেল খাটলেই, দীর্ঘ কারা ভোগী নেতা “আলহাজ্ব” শব্দটার মত নামের সাথে যুক্ত হয়ে যায়! তারপর নেতাদের দৃষ্টিতে পড়ে গেলে আর কথা নাই, যে দল সারাদেশে প্রার্থী পায় না বা সামরিক কোন সরকার বানানো নতুন দল, নমিনেশন নিলেই আপনি সাংসদ —- বাকীটা ইতিহাস।

প্রিয় পাঠক, what is Politics?
Politics is set of activities thats are associated
with making decisions in groups or other forms of POWER relations among individuals, such as the distribution of STATUS or RESOURCES —

এখন জনগণের সন্মান ও সম্পদ বৃদ্ধি নয় নিজের সম্পদ নিজের সন্মান নিজের ক্ষমতা নিজের আধিপত্য নিজের পদ পদবী নিজের আকাশচুম্বি হিংসা-বিদ্বেষ দম্ভের বিস্তার হচ্ছে “রাজনীতি”! দেশ বা গ্লোবাল একই ধারা প্রায় সব জায়গায়! অন্ন কিনতে পয়সা দেয় না কিন্তু অস্ত্র কিনতে পয়সার অভাব নাই। আপনি বুঝে ফেললে গুমোর ফাঁক , আপনি অজাত শত্রু! জনগন তো বুঝতে জানতে চায় না, তাই অধম অসহায় মানুষ খায় ধর্মের ধোঁকা, রাজনৈতিক মিথ্যা আশ্বাসে হাবুডুবু ! এজন্যই দার্শনিক “সক্রেটিস” কে ‘হেমলক’ পানে মরতে হয়, আসল ধর্ম বোঝা লোকটাকে নাস্তিক বানায় দেশ থেকে তাড়ায়!
বিধ্বস্ত গাঁজা বাসী নিজ পিতৃভূমিতে ফিরতে চাইলে ” “ডোনাল্ড ট্রাম্প (বিশ্ব মুরব্বি)” সেখানে আবাসন প্রকল্প বা ভূমধ্যসাগরের পারে মহিলা পুরুষের প্রমোদ ট্যুরিস্ট স্পষ্টের জন্য দখল নিতে চান! রাজনীতির আসল নীতি, ধর্ম মানবতা মনুষ্যত্বের মৃত্যু ঘটলে যা হয়!

আপনার আমার আশেপাশে, দেশে বিদেশে সদা সর্বত্র এটা দেখতে পাবেন যদি আপনার বোঝার আই-কিউ থাকে! নেতার কাছে যা শুনছেন আসলে দলের Manufacturing material তার বিপরীত। আপনাকে ধোঁকা দিয়ে লোক ভিড়ানো এবং নতুন গল্প ফাঁদা — আপনার সাথে যিনি আলোচনায় তিন মিনিট টিকেন না তিনি মহা জ্ঞানী কারন তিনি বুঝতেই পারেন না আপনি কোন স্তরে দাড়িয়ে কথা বলছেন Standards of your theme thought ! এজন্য ব্যক্তি সমাজ রাস্ট্র বিশ্ব রসাতলে, শেষ হয়েছে ইউক্রেনের মত সমৃদ্ধশীল দেশ, অপরিনামদর্শীতায় সিরিয়া বাংলাদেশ টেনশনে ফেলেছে মুসলিম বিশ্ব ও এশিয়াকে —–

ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

সরিষাবাড়িতে তুখোড় ছাত্রদল সেক্রেটারি সহঃঅধ্যাপক রুকন আর নেই মতিউর রহমান,সরিষাবাড়িঃ জামালপুরের সরিষাবাড়ি উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য সচীব ও সরিষাবাড়ি কলেজের মার্কেটিং বিভাগের সাবেক সহঃ অধ্যাপক মাজহারুল ইসলাম রুকন গত রাত ২:৩০ ঘটিকায় উত্তরা হাসপাতালে মৃত্যু বরণ করেছেন।ইন্নাহ,,,,,রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। মহাদান ইউনিয়নে জন্মগত নাগরিক ও স্থায়ী বসতি শিমলা টাউন। মরহুম রিয়াজ উদ্দিন ডাক্তারের ২য় সন্তান মাজহারুল ইসলাম রুকন। মৃত্যুকালে তিনি ৩ ভাই ২ বোন ও স্ত্রী- সন্তানসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। ৭ ডিসেম্বর বাদ আছর সরিষাবাড়ি আরডিএম মডেল পাইলট হাই স্কুল মাঠে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। মরহুমের জানাযা নামাযে জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম,সরিষাবাড়ি কলেজের সহঃ অধ্যাপক খায়রুল আলম শ্যামল,আমিমূল এহসান শাহীন,পৌর বিএনপি’র সভাপতি সাবেক মেয়র ফয়জুল কবির তালুকদার শাহিন,সাধারণ হসম্পাদক জহুরুল ইসলাম পিন্টুসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ অধ্যাপক /শিক্ষকবৃন্দ/ কর্মচারীবৃন্দ পরিবারের সদস্যবৃন্দ ও অসংখ্য গুনগ্রাহি উপস্থিত থেকে বিদহী আত্মার মাগফেরাত কামনা করেন।

© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102