সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শিবগঞ্জের কারবালা মোড়ে দুই ট্রলির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত ১, আহত ২ আদালতে হাজিরা দিলেন ‘মব জাস্টিস’ এর সাথে যুক্ত থাকা ভুমি দস্যু জাকির হোসেন মুন্সী বিএনপি ক্ষমতায় গেলে হাওরকে টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে: আনিসুল হক জগন্নাথপুরে থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২ পাশে থাকলেই সবাই আপন হয় না সখ করে স্বাধীনতা হারায় আহম্মক! মোরেলগঞ্জে ইংরেজ নীলকুঠি ধ্বংসের দ্বারপ্রান্তে ইতিহাস-ঐতিহ্যের বেদনাবহ ধ্বংসস্মৃতি কবিতাঃ গাঁয়ের জীবনকথা জগন্নাথপুরে এডভোকেট ইয়াসীন খানের সমর্থনে পৌরসভার ৩নং ওয়ার্ডে জামায়াতের উঠান বৈঠক প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ইউপি চেয়ারম্যান আব্দুল হাই

দুই মাস ধরে তাহিরপুরে নেই এসিল্যান্ড, জনবল সংকটে চরম দুর্ভোগে উপজেলা বাসী

Coder Boss
  • Update Time : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১২৩ Time View

স্টাফ রিপোর্টার:

গত দুই মাস ধরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি(এসিল্যান্ড) নেই। শুধু উপজেলা সহকারী কমিশনার ভূমি(এসিল্যান্ড)পদটিই শুন্য নয় সহকারী কমিশনার ভূমি অফিসেও জনবল সংকট রয়েছে। এতে করে নামজারীসহ নানান কাজে চরম দুর্ভোগের শিকার হচ্ছে উপজেলা বাসী।

খোঁজ নিয়ে জানা গেছে,উপজেলা সহকারী কমিশনার ভূমি পদে যোগদান করেন শামস সাদাত মাহমুদউল্লাহ ৩ মার্চ ২৪ ইং সালে। তিনি একেই বছরের ৩১শে ডিসেম্বর বদলী হয়ে অন্যত্র চলে যান এর পর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বে রয়েছেন। তিনি নিজ দাপ্তরিক কাজ সহ বিভিন্ন কারনে দিনভর ব্যবস্থ থাকায় ভূমি অফিসে খুব কম সময় দিতে পারছেন। যার ফলে গুরুত্বপূর্ণ নামজারীসহ অন্যান্য কাজ সমাধানে চরম দুর্ভোগের শিকার হচ্ছে উপকার ভোগীগন।

আরও খোঁজ নিয়ে জানা গেছে,ভূমি অফিসে যে কটি পদ রয়েছে তার মধ্যে কানুনগো ১ টি পদের মধ্যে একটিই শুন্য,প্রধান সহকারী/নাজির/অফিস সহকারী/মিউ সহ: ৬ টি পদ থাকলেও এই উপজেলা থেকে দুজন প্রেশনে অন্য উপজেলায় কর্মরত রয়েছে,সার্ভেয়ার দুটি পদের মধ্যে ১টি পদ শুন্য,জারীকারক দুটি পদের মধ্যে দুটিই শুন্য,চেইনম্যান দুটি পদের মধ্যে ১টি পদ শুন্য। এছাড়াও উপজেলার ২ টি ইউনিয়ন ভূমি অফিসের মধ্যে ইউনিয়ন ভূমি অফিস তাহিরপুর সদর এ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ১টি পদের মধ্যে ১টি ও উপ-সহকারী কর্মকর্তা দুটি পদের মধ্যে ১টি পদ শুন্য ও ইউনিয়ন ভূমি অফিস ডিহিভাটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ১টি পদের মধ্যে ১ টিই শুন্য ও উপ-সহকারী কর্মকর্তা দুটি পদের মধ্যে ১টি পদ শুন্য রয়েছে রয়েছে দীর্ঘদিন ধরে। যার ফলে কর্মরতগন তাদের কাজ সঠিক ভাবে পালন করতে পারছেন না।

দলীল লেখক আলা উদ্দিল জানান,এসিল্যান্ড না থাকায় নামজারী করা যাচ্ছে না,এতে করে জমি জমা বিক্রি কমে গেছে। অনেকেই ব্যাংক থেকে লোন নিতে পারছে না। এদিকে আগে সাপ্তাহে দলিল হত ৭০-৮০টি এখন হচ্ছে ৪০-৫০টি। এতে করে সরকারের রাজস্ব বঞ্চিত হচ্ছে অপর দিকে জনগন দূর্ভোগ পোহাচ্ছে।

উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়ন বাগলী,বড়ছড়া থেকে আসা জামিল মিয়া,শাহাদত আলী,আল আমিন,নুর ইসলামসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে নামজারী করতে আসা লোকজন জানান,এত দুর থেকে এসেছিলাম নামজারী করতে এখন শুনি এসিল্যান্ড স্যার নাই। তিনি গত দু মাস ধরেই নাই। না থাকায় দূর্ভোগে আছি। এছাড়াও জনবল সংকট থাকায় ভূমি অফিসের কাজেও বিড়ম্বনার শিকার হতে হচ্ছে।

ভূমি অফিস গুলোতে কর্মরতগন জানান,একে ত জনবল নেই, এর মধ্যে এসিল্যান্ড স্যার নেই। তিনি না থাকায় জনগন তাদের কাংখিত সেবা থেকে যেমন বঞ্চিত হচ্ছেন তেমনি আমাদেরও দাপ্তরিক কাজ ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম জানান,এসিল্যান্ডসহ শুন্য পদ গুলো পূরনের জন্য আমি আমার উর্ধবতন কর্মকর্তাদের জানিয়েছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102