শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৫:১৭ অপরাহ্ন

লোহাগাড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এডভোকেসী সভা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১০৯ Time View


মোহাম্মদ আব্বাস উদ্দিন, ব্যুরো চীফ,চট্টগ্রাম জেলা:

চট্টগ্রাম জেলার লোহাগাড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১২মার্চ সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৫ এডভোকেসী ও পরিকল্পনা সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইকবাল হোসাইনের সভাপতিত্বে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডাঃ ইশতিয়াকুর রহমানের সঞ্চালনায় সভায় এডভোকেসি ও পরিকল্পনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সকল কর্মকর্তারা, থানার প্রতিনিধি সহউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কনসালটেন্ট সহ অন্যরা উপস্থিত ছিলেন।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইকবাল হোসাইন জানান, আগামী ১৫ মার্চ শনিবার লোহাগাড়ায় দিনব্যাপী চলবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন।শনিবার সকাল ৮টা হতে বিকাল ৪টার মধ্যে লোহাগাড়া উপজেলায় ৬-১১ মাস বয়সী মোট ৫ হাজার ২০২ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লক্ষ আই.ইউ) ও ১২-৫৯ মাস বয়সী ৪১হাজার ৪৬৮ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২ লক্ষ আই.ইউ) খাওয়ানো হবে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইকবাল আরও জানান, ভিটামিন ‘এ’ এর অভাবে রাতকানা রোগসহ বিভিন্ন ধরণের রোগ হয়। এ রোগ থেকে নিরাপদ ও মুক্ত থাকতে ৬ মাস থেকে ৫ বছর পর্যন্ত সকল শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102