বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন

জৈন্তিয়া ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা আহমেদ মামুন এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৫৯ Time View

মোঃ জুনেদ, জৈন্তাপুর (সিলেট) থেকে:

সিলেটের জৈন্তাপুরে ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ জৈন্তিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আহমেদ মামুনের উদ্যোগে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার (১৩ই মার্চ) বাদ আসর উপজেলার সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ের পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে স্হানীয় বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়েছে। এর আগে ইফতার ও পুরস্কার বিতরণ পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আহমেদ মামুনের সভাপতিত্বে ও ৪ নং দরবস্ত ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ নাসির উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ লস্কর মুনিম।এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য ফরহাদুজ্জামান ফাহাদ, উপজেলা জাসাসের সভাপতি এম আর মামুন।
বক্তব্যে অতিথিবৃন্দ পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার দোয়া মাহফিলের মত মহতী আয়োজন করায় আহমেদ মামুন সহ উপস্থিত ছাত্রদলের কর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তারা বলেন, আগামীর দেশনায়ক তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্য সুন্দর দেশ বিনির্মানে  জাতীয়তাবাদী ছাত্রদলকে মুখ্য ভুমিকা পালন করতে হবে। এরই ধারাবাহিকতায় জৈন্তিয়া ডিগ্রি কলেজ ছাত্রদল সহ উপজেলার প্রতিটি ইউনিটে ছাত্রদলের তৃণমুল নেতৃবৃন্দের কাজ করার আহবান জানানো হয়।পরে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ইফতার পূর্ববর্তী সময়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করে এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা জাসাসের সহ সভাপতি নাজিম উদ্দীন, সহ সভাপতি কামরুল ইসলাম, এমসি কলেজ ছাত্রদল নেতা বদরুল আলাউদ্দিন আশরাফ, সরকারি কলেজ ছাত্রদল নেতা রেজওয়ান, সিলেট সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী তানজিল লস্কর, খরিল নেজামুল উলুম চাক্তা ফাজিল মাদ্রাসা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মো: জুনেদ,
জাবেদ ,রইছ,মিয়দ,সালেহ,আদনান,আবু তাহের সহ আরো অনেক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102