রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বেতনহীন শিক্ষকের কষ্ট উত্তাল নেপাল উত্তাল সারা বিশ্ব! নারী: মা, বোন, স্ত্রী, বধু, খালা, মামি, চাচি চট্টগ্রামে কিডস ক্লাব অ্যাওয়ার্ড ২০২৫ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচন করার সক্ষমতা এখনো দেখাতে পারেনি- মাওলানা আব্দুল হালিম স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর ১১তম বর্ষপূর্তি উপলক্ষে উপস্থিত বক্তব্য প্রতিযোগিতা কবিতাঃ তিনি- কলমেঃ ধনঞ্জয় রায় সুনামগঞ্জের মধ্যনগরে বিএনপির ওয়ার্ড কমিটি অনুমোদনের পর রাতের আঁধারে পরিবর্তন সুন্দরবনের উপকূলের মোরেলগঞ্জে সুপারির বাম্পার ফলন ১৬ কোটি টাকার সুপারি উৎপাদন আমার বাবার আজ প্রথম মৃত্যুবার্ষিকী

নীলফামারীতে ৩ লক্ষ ৭ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৮৩ Time View


মোঃ মোস্তাকিম বিল্লাহ, নীলফামারী:

নীলফামারীতে সাংবাদিকদের সাথে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩মার্ঢ) সকালে সিভিল সার্জন এর আয়োজনে ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় পুষ্টিসেবা বাস্তবায়নে ১৫ মার্চ নীলফামারী জেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। তথ্য অনুযায়ী চলমান কার্যক্রমটি বছরে দুইবার ক্যাম্পেইন এর মাধ্যমে ৬-১১মাস ও ১২-৫৯ মাস বয়সী শিশুদেরকে উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি করে ক্যাপসুল খাওয়ানো হবে।

জেলার মোট লোকস়ংখ্যা-২১ লক্ষ ৭৪ হাজার ৩৯১জন এর মধ্যে জেলার ৬টি উপজেলা, ৪টি পৌরসভা (স্বাস্থ্য বিভাগীয় কাজ আলাদাভাবে পরিচালিত হয় দুটি পৌরসভায়), ইউনিয়ন ৬১টি, মোট কেন্দ্র (১৫৯০) টি (অতিরিক্ত কেন্দ্রসহ), স্বেচ্ছাসেবক এর সংখ্যা ৩ হাজার ১৮০জন ও প্রথম সারির সুপার ভাইজারের সংখ্যা ১৯১ জন। এবারের লক্ষ্য মাত্রা ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৩১ হাজার ৪০৯ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ২ লক্ষ ৭৫ হাজার ৮৫৩ জন।

সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক বলেন ক্যাম্পেইন সফল করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি সাংবাদিকদের বলেন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো নিয়ে যাতে কেউ কোন গুজব সৃষ্টি করতে না পারে এ বিষয়ে মানুষকে অবগত করতে হবে। ভিটামিন এ ক্যাপসুল একটি উচ্চক্ষমতা সম্পন্ন ভিটামিন সমৃদ্ধ ক্যাপসুল। শিশুদের নানা রোগ প্রতিরোধে এ ক্যাপসুলের গুরুত্ব অনেক। তাই আমাদের সকলকে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাম্পে নিয়ে এসে একটি করে ক্যাপসুল খাওয়াতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102