মোহাম্মদ আব্বাস উদ্দিন, ব্যুরো চীফ, চট্টগ্রাম বিভাগ:
লোহাগাড়া ভবন মালিকদের একতা, নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতার প্রত্যয়ে গঠিত লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৪ মার্চ, জুমাবার, আমিরাবাদ ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টারে বিকাল ৫ টা থেকে কাযর্ক্রম শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক আলহাজ্ব আবুল হাশেম। সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্বাস উদ্দিন ও মাওলানা আবৃদুল মান্নান এর যৌথ সন্চলনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম আজিজ টাওয়ারের মালিক এম এ আজিজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ওসমান গণি, সংগঠনের যুগ্ন আহবায়ক মোহাম্মদ ইলিয়াস, যুগ্ম আহবায়ক নাছির উদ্দীন, অর্থ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক আবুল কাশেম, ফোরকান টাওয়ারের পক্ষে জসিম উদ্দিন, সামরাস ট্রাভেলস এন্ড ট্যুরসের সত্ত্বাধিকারী মোহাম্মদ আবু ছিদ্দিক, মনচুরি শাড়ীজের সত্ত্বাধিকারী মোহাম্মদ জিগার প্রমুখ। অনুষ্ঠানে মনোমুগ্ধকর ইসলামি সংগীত পরিবেশন করেন দক্ষিণ চট্টগ্রামের অন্যতম সাংস্কৃতিক সংগঠন অঙ্গীকার শিল্পী গোষ্ঠী।
অনুষ্ঠানে রমজানের গুরুত্ব ও যাকাতের ফজিলত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা ও দোয়া পরিচালনা করেন আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ওসমান গণি।
অনুষ্ঠানে ১৫০ জন লোহাগাড়ার বহুতল ভবন মালিকগণ উপস্থিত ছিলেন।