সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

গাজায় গণহত্যার প্রতিবাদে বিশ্বনাথে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১০৩ Time View

মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ (সিলেট) থেকে:

ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধের দাবিতে সিলেটের বিশ্বনাথে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বাদ জুম্মা পৌরসভা এলাকার মাদানিয়া মাদ্রাসার সামন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাসিয়া সেতুতে অনুষ্ঠিত প্রতিবাদ সভাস্থলে এসে শেষ হয়।
বিশ্বনাথ আলোকিত সুর সাংস্কৃতিক ফোরামের ব্যানারে অনুষ্ঠিত এ মিছিলে ‘সেইভ গাজা, ফ্রি গাজা, স্টপ কিলিং গাজা, প্রেয়ার ফর গাজা’ লেখা বিভিন্ন ধরনের প্লেকার্ড হাতে নিয়ে সহস্রাধিক মুসলিম জনতা অংশ নেন। এসময় বক্তারা ফিলিস্তিনে গণহত্যা বন্ধে মুসলিম নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হওয়া এবং ইসরাইলী সকল পণ্য বর্জনের আহবান জানান।
বক্তারা বলেন ‘ইসরায়েল বর্বরভাবে ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর গণহত্যা চালাচ্ছে, অথচ বিশ্ব শক্তিগুলো নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধের দাবি জানানো হয়।’
বিশ্বনাথ আলোকিত সুর সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাতা পরিচালক কাওছার আহমদের সভাপতিত্বে ও উপ-পরিচালক মাওলানা মুখতার হোসাইনের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ মাদানিয়া মহিলা মাদ্রাসার সচিব মাওলানা কামরুল ইসলাম ছমির, মোহাম্মদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল হক, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, রাজনীতিবিদ মাওলানা কাজী আব্দুল ওয়াদুদ, রাজনীতিবিদ মাওলানা আব্দুল মতিন, সাবেক মেম্বার ও রাজনীতিবিদ আব্দুস সোবহান, মাদ্রাসা শিক্ষক মাওলানা ফারহান হোসেন, মাওলানা হাসান বিন ফাহিম, যুবনেতা ওয়াসিম উদ্দিন, ছাত্রনেতা ফাহিম আহমদ। শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102