সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

সিলেটের বিশ্বনাথনিউজ ‘বিশ্বনাথ সেরা হাফেজ’ প্রতিযোগিতা -২০২৫ইং উপলক্ষ্যে ইফতার মাহফিল সম্পন্ন

Coder Boss
  • Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১০০ Time View

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে প্রবাসীদের পৃষ্ঠপোষকতায় বিশ্বনাথনিউজ টোয়েন্টিফোর ডটকম আয়োজিত বিশ্বনাথনিউজ ‘বিশ্বনাথ সেরা হাফেজ’ প্রতিযোগিতা-২৫ইং উপলক্ষ্যে ‘নাঈম মেমোরিয়াল ট্রাস্টের সৌজন্যে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বিকেলে বিশ্বনাথ পৌর শহরের পুরাণ বাজার এলাকাস্থ একটি রেস্টুরেন্টে ঐ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশ্বনাথ নিউজের উপদেষ্টা মন্ডলীর সদস্য জবির আহমদ নাজমুলের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলামের পরিচালনায় ইফতার মাহফিল পূর্ব আলোচনায় অংশ নেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথনিউজ বিশ্বনাথ সেরা হাফেজ প্রতিযোগিতার উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা খায়রুল ইসলাম।
সভায় আয়োজক কর্তৃপক্ষ জানান, বিশ্বনাথনিউজ বিশ্বনাথ সেরা হাফেজ প্রতিযোগিতার প্রথম পুরস্কার নগদ ৫০ হাজার টাকার পরিবর্তে নগদ ১ লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার নগদ ২৫ হাজার টাকার পরিবর্তে নগদ ৫০ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার নগদ ১০ হাজার টাকার পরিবর্তে নগদ ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
ইফতার মাহফিলে বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, সদস্য আবুল কাশেম, আব্দুস সালাম মুন্না, সুজিত দেব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি এমআর টুনু তালুকদার, বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদ, সাবেক সাধারণ সম্পাদক রুহেল উদ্দিন, বর্তমান কোষাধ্যক্ষ আব্দুস সালাম, প্রচার সম্পাদক মোশাহিদ আলী, সাবেক প্রচার সম্পাদক সালেহ আহমদ সাকী, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য কামরুল আশিকী, মো. আব্দুল্লাহ, মাসিক আল-ফারুকের বিভাগীয় সম্পাদক মাওলানা হাসান বিন ফাহিম, সংগঠক তাজুল ইসলাম, বিশ্বনাথনিউজের নির্বাহী সম্পাদক আব্বাস হোসেন ইমরান, স্টাফ রিপোর্টার নূর উদ্দিন, সমুজ আহমদ সায়মন, বিশ্বনাথনিউজ রিডার্স ক্লাবের সভাপতি শামসুল ইসলাম মোমিন, সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ সোবাহদার, সংবাদকর্মী মোস্তাক আহমদ মোস্তফা প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102