মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন

এনায়েতপুরে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল

Coder Boss
  • Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১১৮ Time View

ইছাহাক আলী, এনায়েতপুর (সিরাজগঞ্জ) থেকে:

এনায়েতপুরে জুলাই অভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২২ মার্চ শনিবার শহীদ হাফেজ সিয়াম ফাউন্ডেশন এর উদ্যোগে এনায়েতপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অডিটোরিয়ামে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জুলাই অভ্যুত্থানের এনায়েতপুর এর শহীদ ইয়াহিয়া, শহীদ হাফেজ সিয়াম, শহীদ শিহাবসহ সকল শহীদ ও আহতদের জন্য দোয়া করা হয়।
এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসার সাবেক শিক্ষার্থী শহীদ হাফেজ সিয়াম এর পিতা আলহাজ্ব আব্দুল কুদ্দুস তার ছেলের জন্য এবং শহীদ শিহাব এর দুই ভাই হাসান ও হোসাইন তাদের ভাইয়ের জন্য দোয়া চান।
দোয়া পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম। হাফেজ সিয়াম স্মৃতি ফাউন্ডেশন এর উপদেষ্টা মাওলানা আব্দুস সালাম এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন এনায়েতপুর এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসার সাবেক শিক্ষার্থী ও এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর আমীর চিকিৎসক মাওলানা সেলিম রেজা, এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসার সাবেক শিক্ষার্থী ও এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি চিকিৎসক মোফাজ্জল হোসেন, এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আশরাফুল ইসলাম, মাওলানা রেজাউল ইসলাম, মাওলানা আলমগীর হোসেন প্রমুখ।
বক্তাগণ বলেন, জুলাই অভ্যুত্থান এর পূর্বে এক ভয়াবহ দু:শাসন এদেশের বুকে জগদ্দল পাথরের মত চেপে বসেছিল। হাফেজ সিয়াম এর মত শত শত শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা মুক্ত পরিবেশ পেয়েছি। আমরা এই শহীদদের কাছে চির কৃতজ্ঞ। জুলাই অভ্যুত্থানে হাজার হাজার মানুষ আহত হয়েছেন। আমরা তাদের প্রতিও কৃতজ্ঞ। হাফেজ সিয়ামকে স্থানীয় বেতিল কবরস্থানে দাফন করতে আওয়ামী লীগের নেতারা বাধা প্রদান করেছিল বলে উল্লেখ করে এর ধিক্কার জানান। বক্তাগণ বলেন, হাফেজ সিয়াম এর মত শহীদেরা দেশপ্রেমের মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে নিজেদেরকে উৎসর্গ করেছেন। আমাদেরকে জুলাই বিপ্লবের আদর্শকে ধারণ করে দেশ জাতির কল্যানে একনিষ্ঠ ভূমিকা রাখতে হবে। বক্তাগণ আরও বলেন, ইমাম হোসাইন (রা) এর আদর্শে উজ্জীবীত হয়ে জুলাই অভ্যুত্থান এর শহীদেরা এদেশের মানুষের পক্ষে জালিমের বিপক্ষে ঝাপিয়ে পড়েছিলেন। আল্লাহ তায়ালা জুলাই অভ্যুত্থানের শহীদানদের শাহাদাতকে ইমাম হোসাইন (রা.) এর সাথে কবুল করে নিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102