বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
কটিয়াদীতে গভীর শ্রদ্ধা ও নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত মোরেলগঞ্জে মহান বিজয় দিবসে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন কবি নাসির আহমেদের সম্পাদনায় খুলনার কবি সাহিত্যিকদের জীবনালেখ্য গ্রন্থের মোড়ক উন্মোচন বাজিতপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষাবোর্ডের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত মহান বিজয় দিবসে খুলনা মেট্রোপলিটন শ্যূটিং ক্লাবের শ্রদ্ধা নিবেদন কবিতাঃ তুমি আসবে মহান বিজয় দিবস উপলক্ষে স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর ও জগন্নাথপুর যুব ফোরাম কর্তৃক আয়োজিত জগন্নাথপুর উপজেলা ভিত্তিক প্রাথমিক বিদ্যালয় পর্যায় মেধাবৃত্তি পরিক্ষার আনুষ্ঠানিকতা সম্পন্ন কবিতাঃ বিজয়ের মাস “সিআইপি” হিসেবে উপদেষ্টা ড.আসিফ নজরুল এর কাছ থেকে থেকে সম্মাননা ক্রেষ্ট গ্রহন করছেন শফিকুল ইসলাম রাহী কবিতাঃ সত্যের জয়

বাংলাদেশ এবং একজন শেখ হাসিনা!

Coder Boss
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১১১ Time View

লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

বিশ্বে যত দেশ উন্নতির শিখরে পৌছেছে সব দেশের চালক যখন চৌকস চতুর্মাত্রিক কেউ একজন এসেছেন তখন ই সেদেশ বিশ্বে অন্য উন্নত দেশের মত এগিয়ে গেছে! তুরস্কের কামাল পাশা, মালয়েশিয়ার মাহাথির বিন মোহাম্মদ প্রভৃতি নাম আছে অনেক —
বাংলাদেশের “প্রধানমন্ত্রী শেখ হাসিনা” এদেশ ছেড়ে যাওয়ার পর যত তার দোষত্রুটি লেখালেখি হয়েছে বা মুখে মুখে ফিরেছে তা I am not writing about the desire to SK Hasina a country Leader without a white guilt ! মানুষ মাত্রে ভুল আছে যখন অসৎ সহযোদ্ধাদের উপর নির্ভর করতে হয়! ঔষধ রোগ সারায় কিন্তু ঔষধের প্রতিক্রিয়া এড়ানো যায় না!

১৯৭৫ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত যে সব সরকার এসেছেন এমন কি ২০০১ থেকে ২০০৭ পর্যন্ত কোন সরকারের পরিকল্পনা এত বিশ্ব মানের ছিলো না বরং আভ্যান্তরীন কোন্দল ছিলো মুখ্য!
শেখ হাসিনার পরিকল্পনায় যা পেয়েছে বাংলাদেশ ঃ
১. ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ
২. পদ্মা সেতু রেললাইন সহ — আরও ১৪ টা সেতু —
৩. ১ লক্ষ ১৮ হাজার ৮১৩ কিলোমিটার সমুদ্র সীমা জয়লাভ।
৪. মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে!
৫. বিশ্ব সেরা চাঙ্খি আদলে থার্ড বিমান বন্দর।
৬. হাতির ঝিল প্রকল্প, উড়াল সেতু, পূর্বাঞ্চল ৩০০ফিট
৭. যমুনা সেতু, যমুনা রেল সেতু, কর্ণফুলী টানেল —
৮. পরমাণু বিদ্যুৎ কেন্দ্র সস্তায় দুবাই পরমাণু থেকে —
৯. বঙ্গবন্ধু স্যাটালাইট, পায়রা সমুদ্র বন্দর —
১০. কক্সবাজার আন্তর্জাতিক বিমান বন্দর ও রেলওয়ে পথ —
১১. ১১৯ টা বিদ্যুৎ কেন্দ্র, ১০০ টি ইকোনমিক জোন —
১২. আরবী বিশ্ববিদ্যালয়, কওমি মাদ্রাসা স্বীকৃতি —
১৩. উন্নয়নশীল দেশে উন্নতি করন, সমস্ত দেশ রেল আওতায় আনা — নদী ভাঙ্গন রোধ প্রকল্প —
১৪. বয়স্ক ভাতা, মাতৃত্ব কালীন ভাতা, ডিভোর্স ভাতা —
১৫. মুক্তিযোদ্ধা ভাতা, শিক্ষা ভাতা, প্রতিবন্ধী ভাতা —
১৬. ইমাম ভাতা, বৈশাখী ভাতা, বিধবা ভাতা —
১৭. ভিজিএফ কার্ড, জেলে খাদ্য সহায়তা —
১৮. বিনামূল্যে বই বিতরন, ভ্রাম্যমাণ পণ্য বিক্রি —
১৯. ১৪২০০ টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ —
২০. ৫৫৬ টা মডেল মসজিদ নির্মাণ —
২১. আগুনে পোড়া রোগীর আলাদা হাসপাতাল —
২২. ইউনিয়ন তথ্য কেন্দ্র, ইন্টারনেট সেবা বৃদ্ধি গ্রাম পঃ
২৩. মাতৃ কালীন ছুটি, নারী ক্ষমতায়ন —
২৪. শিক্ষার হার ভারত সমান উন্নত —
২৫. ছিটমহল সমস্যা সমাধান, মোবাইল ব্যাংকিং —
২৬. বৈদেশিক মুূদ্রা রিজার্ভ ৪৮ বিলিয়ন পর্যন্ত বৃদ্ধি —
২৭. জেলা উপজেলা বিনোদন কেন্দ্র তৈরি —
২৮. ১৮৫৮ টা নতুন প্রাথমিক বিদ্যালয় তৈরি —
২৯. ২৬১৯৩ টি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি করন —
৩০. আদালত গুলো সব জেলায় বহুতল করন —
৩১. মেরিন ড্রাইভ সেন্টার তৈরি — ডিজিটাল পাসপোর্ট —
৩২. কম্পিউটার ল্যাব মাল্টিমিডিয়া সেন্টার তৈরি
৩৩. একটা বাড়ী একটি খামার প্রকল্প, হিজড়া কর্মসংস্থান!
৩৪. গৃহহীন কে গৃহ প্রদান ও খাস জমি বন্টন —
৩৫. সাবমেরিন কেনা ও লেবানন কে নৌবহর ভাড়া দেয়া —
প্রিয় পাঠক, আর-ও বেশ কিছু কাজ জায়গা সংকুল না হওয়ায় টেনে আনলাম না এবং বিশদ আলোচনায় গেলাম না ! যেমন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি উদ্দেশ্য ছিলো পরমাণু শক্তি ধর দেশ বানানো বাংলাদেশ কে!
পরমাণু বোমা তৈরি কাঁচা মাল ইউরেনিয়াম আমদানি অনুমতি পেতে তিনবার আন্তর্জাতিক টীম বাংলাদেশ ভিজিট করেছেন, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্হাপন পরমাণু অস্ত্র তৈরির প্রথম পদক্ষেপ যা শেখ হাসিনার পথ অনুসরণ করেছেন আমিরাতের বাদশাহ। তিনি যে মূল্যে কোরিয়ান বিদ্যুৎ কেন্দ্র করেছেন (1st phase শেষ হয়েছে কেবল) সেই একই মূল্যে রাশিয়ান যন্ত্রপাতি তে বাংলাদেশে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে। আমি cost economy তুলনামূলক calculation করে দেখেছি!

ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

সরিষাবাড়িতে তুখোড় ছাত্রদল সেক্রেটারি সহঃঅধ্যাপক রুকন আর নেই মতিউর রহমান,সরিষাবাড়িঃ জামালপুরের সরিষাবাড়ি উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য সচীব ও সরিষাবাড়ি কলেজের মার্কেটিং বিভাগের সাবেক সহঃ অধ্যাপক মাজহারুল ইসলাম রুকন গত রাত ২:৩০ ঘটিকায় উত্তরা হাসপাতালে মৃত্যু বরণ করেছেন।ইন্নাহ,,,,,রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। মহাদান ইউনিয়নে জন্মগত নাগরিক ও স্থায়ী বসতি শিমলা টাউন। মরহুম রিয়াজ উদ্দিন ডাক্তারের ২য় সন্তান মাজহারুল ইসলাম রুকন। মৃত্যুকালে তিনি ৩ ভাই ২ বোন ও স্ত্রী- সন্তানসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। ৭ ডিসেম্বর বাদ আছর সরিষাবাড়ি আরডিএম মডেল পাইলট হাই স্কুল মাঠে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। মরহুমের জানাযা নামাযে জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম,সরিষাবাড়ি কলেজের সহঃ অধ্যাপক খায়রুল আলম শ্যামল,আমিমূল এহসান শাহীন,পৌর বিএনপি’র সভাপতি সাবেক মেয়র ফয়জুল কবির তালুকদার শাহিন,সাধারণ হসম্পাদক জহুরুল ইসলাম পিন্টুসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ অধ্যাপক /শিক্ষকবৃন্দ/ কর্মচারীবৃন্দ পরিবারের সদস্যবৃন্দ ও অসংখ্য গুনগ্রাহি উপস্থিত থেকে বিদহী আত্মার মাগফেরাত কামনা করেন।

© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102