রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহের ফুলবাড়ীয়া প্রেসক্লাব এর অফিস উদ্বোধন মাটি – মা প্রফেসর ডক্টর সন্দীপক মল্লিক সাহিত্য রসগ্রহণ অনুষ্ঠানে নতুনতারা’র প্রতিষ্ঠাতা সংবর্ধিত সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দ্বীপশিখা পদক পেলেন জগন্নাথপুরের কৃতি সন্তান শাহিনুর রহমান কারো কাছে নিজের সমস্যা বলার আগেই ভাবুন গঙ্গা–পদ্মার ন্যায্য হিস্যা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিশাল গণসমাবেশ হাওরাঞ্চলের উন্নয়নে ধানের শীষে ভোট চান আনিসুল হক ট্রাভেল এজেন্সির প্রস্তাবিত খসড়া অধ্যাদেশ-২০২৫ বাতিলের দাবি, আটাব, বায়রা ও হাবের মানসিক চাপদাতা: জীবন্ত লাশ বানানোর ভয়ঙ্কর হত্যাকারী সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত হলে জনগণের আমানতের খেয়ানত হবেনা- এডভোকেট ইয়াসীন খান সিডর আঘাতের ১৮ বছর, ভেড়িবাঁধের অভাবে আজও দুর্ভোগে, ১৮ কিলোমিটার রাস্তা ও বেড়িবাঁধের দাবি

সিরাজগঞ্জ জেলার বেতিল-খামার গ্রাম কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে বিশাল ঈদের জামায়াত অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ৯৯ Time View

মহসিন আলম মুহিন, বিশেষ প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার অন্তর্গত ঐতিহ্যবাহী বেতিল-খামার গ্রাম কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে ৩১ শে মার্চ রোজঃ- সোমবার ২০২৫ ইংরেজি সকাল ১০ঃ০০ ঘটিকায় পবিত্র ঈদুল ফিতরের এক বিশাল জামায়াত ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়।

উক্ত ঈদের জামায়াতে রমজানের ফজিলত, রমজানে রবের পক্ষ থেকে পুরস্কার বান্দার তরে, রোজাদারের জন্য রমজানের বিদায় বেদনা, মা-বাবার খেদমত পাশাপাশি কবরস্থানের সংস্কার ও উন্নতি কল্পে আসন্ন ৩রা এপ্রিল রোজঃ- বৃহস্পতিবার ওয়াজ মাহফিল সম্পর্কে সম্মানিত মুসুল্লিয়ানে কেরামদের দাওয়াত ও সহযোগিতা আবশ্যক মর্মে আম বয়ান করেন খামার গ্রাম বায়তুন নুর জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ নুরুল আলম সাহেব, আলহাজ্ব মাওলানা মোঃ ইমাম হাসান সাহেব ও কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠ ও মদিনা মসজিদের ইমাম এবং খতীব আলহাজ্ব হযরত মাওলানা মোঃ আমিরুল ইসলাম সাহেব-গোপালপুরী। প্রায় দুই সহস্রাধিক মুসল্লীদেরকে সাথে নিয়ে ঈদের নামাজের ইমামতি করেন মাওলানা মোঃ আমিরুল ইসলাম সাহেব গোপালপুরী-(ইমাম ও খতীব বেতিল-খামার কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠ। নামাজান্তে সমস্ত কবরবাসী-মুসলিম নরনারী, স্থানীয় কবরস্থানে শায়িত মাইয়াতদের এবং ঈদগাহ মাঠের প্রতিষ্ঠাতা মরহুম ওমর ফারুক চেয়ারম্যান
সাহেবের রুহের মাগফেরাতসহ উপস্থিত ‘মুসল্লীদের কুশল কামনা পাশাপাশি দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত করেন। নামাজ শেষে নবীন প্রবীণ এবং দুর দূরান্ত থেকে আগত মুসলল্লীদের কোলাকুলি ও মোসাফাহের মাধ্যমে এক আবেগঘন-মায়াময় পরিবেশের সৃষ্টি হয়। কবরস্থানের দেখাশোনা ও ঈদগাহ মাঠকে নামাজের উপযোগী করনার্থে এবং জামায়াত পরিচালনা ও কবরস্থানের দেখভাল করতে কিভাবে অর্থের যোগান ও কোন কোন খাতে কি কি খরচ হয় সে সম্পর্কে ধারণা প্রদান করেন সাবেক ইউ পি সদস্য জনাব মোঃ জামাল উদ্দিন মেম্বার সাহেব। উক্ত ঈদের জামায়াত অনুষ্ঠানের পূর্বে এ বছর যে সকল হাজী সাহেবগণ হজব্রত পালন করতে যাবেন তাঁরা উপস্থিত মুসল্লীদের কাছে থেকে দোয়া এবং ক্ষমা প্রার্থনা করেন।

উক্ত ঈদগাহ মাঠে সকাল সাড়ে আটটা থেকে মুসল্লীগণ দলে দলে হাজির হতে থাকেন-তম্মধ্যে প্রবীণ মুরুব্বি আলহাজ্ব মোঃ মুজাম্মেল হক মোল্লা-(বিশিষ্ট সমাজসেবক) আলহাজ্ব মোঃ আবুবক্কার দালাল সাহেব-(বিশিষ্ট সমাজ সেবক), আলহাজ্ব মোঃ শাহজাহান আলী সরকার-(বই শাহজাহান), বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ কামরুল হাসান লাবু, আলহাজ্ব মোঃ আনছার আলী মোল্লা-(বিশিষ্ট মেডিসিন ব্যবসায়ী), আলহাজ্ব মোঃ শামসুল আলম সাহেব-(সাবেক সহকারী শিক্ষক বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয়), আলহাজ্ব মোঃ বাবু মিয়া, আলহাজ্ব মোঃ সাহাব উদ্দিন মুহুরী, আলহাজ্ব মোঃ শওকত আলী সরকার আচ্ছু-(ব্যবসায়ী ও সমাজসেবক), বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ সেজবা উদ্দিন প্রামাণিক, আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম নুরু-(বিশিষ্ট কাপড় ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ বেলাল হোসেনের বাবা), বীর মুক্তিযোদ্ধা গাজী মোঃ আব্দুস সাত্তার সহ এলাকার আরও অনেক জ্ঞানী-গুণী, চাকুরীজিবী, ব্যবসায়ী, প্রশাসনিক কর্মকর্তা, ডাক্তার, সমাজসেবক, বৈষম্য বিরোধী ছাত্র-জনতা, সাধারন ছাত্র জনতা, আলেম-ওলামা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী, মাঠ পরিচালনা কমিটির সম্মানিত সদস্যগণ, স্বেচ্ছাসেবকগণ সহ এলাকার মুসল্লীয়ানে কেরামগণ এই পুরাতন ও ঐতিহ্যবাহী বেতিল-খামার গ্রাম কবরস্থান সংলগ্ন ঈদগাহে মাঠে উপস্থিত হয়ে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।।

উক্ত ঈদুল ফিতরের জামায়াতে বেতিল-খামার গ্রাম কবরস্থানের উন্নতিকল্পে আগামী ৩রা এপ্রিল রোজঃ-বৃহস্পতিবার বিরাট ইসলামি জালসার আয়োজন এই মাঠেই অনুষ্ঠিত হবে এই মর্মে দাওয়াত প্রদান করেন কর্তৃপক্ষ। সভায় সভাপতিত্ব করবেন জনাব আলহাজ্ব শেখ আব্দুস সালাম সাহেব-(বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক-এমডি টেক্সন গ্রুপ), প্রধান অতিথিঃ জনাব শাহিদুল ইসলাম শাহেদ সাহেব-(এমডি রেডিয়্যান্স গ্রুপ), সভায় প্রধান মেহমান হিসাবে আসন অলংকৃত করবেন ১০৩ উর্ধ্ব রাষ্ট্র সফরকারী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছিরে কোরআন, আলহাজ্ব হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাশেমী সাহেব-(শাইখুল হাদীস নুরবাগ মাদ্রাসা, খিলগাঁও ঢাকা ও সম্মানিত খতীব শাহজাদা মিয়ালেন শাহী জামে মসজিদ, বাদামতলী, ঢাকা।।
এছাড়া আরও ঘোষনা করা হয় এই মাঠে আগামী ঈদুল আযহার নামাজের জামায়াত সকাল ৯ঃ০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102