কাঁদছে শিশু ধ্বংস স্তুপে
ফিলিস্তিনের পথে।
অবুঝ শিশু খুঁজে মাকে
ইটের ফাঁকে ফাঁকে।
সবাই জানে মৃত মানুষ
ফিরে আসে না।
বাস্তুচ্যুত শিশুর প্রশ্ন
কোথায় আমার মা ?
গায়ের বসন রক্তে ভেজা
পাল্টে দাও না।
পেটের ক্ষুধায় কাঁপছে দেহ
খেতে দাও না।
পানির তেষ্টায় বুক ফাটছে
জল দাও না।
অন্ধকার ঘনিয়ে আসছে
আশ্রয় দাও না।
প্রলাপ করে, আহত শিশু
বলছে কী ? বোঝা গেল না।
হায়রে!নিষ্ঠুর মানুষ আমায়
বাঁচতে দিল না।