মোঃ জুয়েল খাঁন, খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান:
হাইওয়ে পুলিশ, খুলনা রিজিয়ন, খুলনার কাটাখালী হাইওয়ে থানায় কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জুবায়ের (পিপিএম), পিতাঃ কুতুবুল আলম, গ্রাম-ছত্রকান্দা, পোষ্টঃ ছত্রকান্দা, থানা-বাউফল, জেলা পটুয়াখালী তিনি গত ০৭/০৪/২০২৫ তারিখ হতে ছুটি কালিন অদ্য ০৮/০৪/২০২৫ বরিশাল কোতয়ালী থানাধীন হোটেল শামস এর ৫০৩ নম্বর কক্ষে অবস্থান করাকালীন দুপুর ১২.০০ ঘটিকার সময় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে হোটেল মালিক মালিকসহ হোটেলের কর্মচারীরা তাকে চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল ভর্তি করেন। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক বেলা ১২.৪০ ঘটিকায় তাকে মৃত বলে ঘোষনা করেন। মরহুম জুবায়ের, পিপিএম এর মৃত্যুতে হাইওয়ে পুলিশ, খুলনা রিজিয়ন, খুলনার সকল পুলিশ সদস্য গভীর ভাবে শোকাহত। তার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করছেন। কর্মরত ১৩ বছর ০৯ মাস ০৭ দিন চাকুরী জীবনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত থেকে ন্যায় নিষ্ঠা ও কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ পুলিশ বিভাগের পক্ষ হতে তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এবং ০৫ বছর ও ০২ বছর বয়সের ০২ জন কন্যা সন্তান রেখে যান। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবার পরিজনদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি।
হাইওয়ে পুলিশ, খুলনা রিজিয়ন, খুলনা। এই পুলিশ কর্মকর্তার মৃত্যুর খবর শুনে চাকরি স্থলের হাজারো সাধারণ মানুষ তার আত্মার মাগফেরাত কামনা করছেন।