সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর ইয়ূথ এ্যাম্বসেডর গ্রুপ এর ত্রৈমাসিক ফলো-আপ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিশ্বম্ভরপুর মাল্টিপারপাস সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
ইয়ূথ এ্যাম্বাসেডর সামছুল কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্বম্ভরপুর পিএফজির এ্যাম্বসেডর আব্দুছ ছাত্তার। বিশেষ অতিথি সমন্বয়কারী ফুলমালা, এ্যাম্বাসেডর স্বপ্না বেগম সদস্য সংগীতা হাজং।
সভায় বক্তব্য রাখেন, ইয়ূথ এ্যাম্বাসেডর তারেক তালুকদার, শাহারিয়ার জামান, আফরোজা জামান, সাগর দেবনাথ, হালিমা আক্তার, মজিদা আক্তার, মিনারা, সুইটি পাল, সুষ্পা হাজং, আবু সুফিয়ান, সোস্তাকিম, মেরাজুল প্রমূখ।
সভায় মোবিন হাসান ফয়েজ, রনি বিদেশ চলে যাওয়ায়, রুদ্র হাজং ও মুন আচার্য্য চাকুরী সুত্রে অন্য জেলায় অবস্থান করায় এবং মজিদা আক্তার এর বিয়ে হয়ে যাওয়ায় এসব জায়গায় নতুন সদস্য অর্ন্তভূক্ত করা হয়।
সভায় জাতিগত সম্প্রীতি নামে একটি প্রজেক্ট হাতে নেওয়া হয়। উপজেলার ধনপুর ইউনিয়নের কাইতকোনা ও গামাইরতলা গ্রামে হাজং ও গারো সম্প্রদায়ের মানুষের সাথে এ প্রজেক্ট কাজ করবে। আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে পরীক্ষা কেন্দ্রের সামনে ব্যানার টানানোর জন্য সিদ্ধান্ত নেওয়া হয়।
সাইফ উল্লাহ
মোবা: ০১৭১২৪৫১৪৪৬
৮/৪/২৫