মোঃ নয়ন আহম্মেদ, ভেড়ামারা প্রতিনিধি:
দেশব্যাপী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে কুষ্টিয়ার ভেড়ামারা থানার নিয়মিত মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্ৰেফতার, বিশেষ অভিযান (ডেভিল হান্ট) অস্ত্র, ভিকটিম ও মাদক উদ্ধারের সফলতা অর্জন করেছে। ভেড়ামারা থানা সূত্রে জানা যায়, সাম্প্রতিক বিশেষ অভিযানে ৪টি বিদেশী পিস্তল, ১টি দেশীয় তৈরি রিভলবার, ১টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও একটি দেশীয় পাইপ গান উদ্ধার করা হয়েছে। এছাড়াও নিয়মিত মামলায় ৭জন, বিশেষ অভিযানে (ডেভিল হান্ট) ০৭জন বিভিন্ন মামলায় ওয়ারেনটভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি ৯জন ওয়ারেন্ট রিকল বা অন্যান্য মামলায় ৭ জন আসামি গ্রেফতার করা হয়। মাদক বিরোধী অভিযানে বেশ কিছু নেশা জাতীয় ট্যাপেন্ডাটল ট্যাবলেট এবং ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়াও পাঁচজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম বলেন, ভেড়ামারা থানায় আইন-শৃঙ্খলা রক্ষায় থানা পুলিশ ব্যাপক তৎপর রয়েছে। বিচ্ছিন্ন দুই একটি ঘটনা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন কোন অবনতি ঘটেনি। বিগত ঈদুল ফিতরের সময়ও অন্যান্য সময়ের তুলনায় অপরাধ কম সংগঠিত হয়েছে।
ভেড়ামারা থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সার্বিক উন্নয়নে উপজেলা বাঁশি সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি।