নিজস্ব প্রতিবেদক:
সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূলে শিক্ষা প্রদান, শিশুদের অধিকার ও উন্নয়নে কাজ করা খুলনার স্বনামধন্য সামাজিক সংগঠন ‘কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড’ (C.U.C)-এর সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক রোটারিয়ান পিপি ইফতেখার আলী বাবু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে খুলনা শ্রম আদালতের প্যানেল জাজ হিসেবে নিয়োগ পেয়েছেন। তাঁর এই অসাধারণ অর্জনে সি ইউ সি সংগঠনের পক্ষ থেকে আজ ১০ এপ্রিল সন্ধ্যায় ফুলেল শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সিইউসির সভাপতি জনাব মোঃ শাহিন হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমদাদ আলী, কোষাধাক্ষ মিম আক্তার মনিকা, দপ্তর সম্পাদক কারীমা আক্তার, প্রচার সম্পাদক চিত্রশিল্পী মিলন বিশ্বাস, কার্যকরী সদস্য হ্যান্ড রাইটিং শিক্ষক ধনঞ্জয় কুমার রায়, সি ইউ সি স্কুলের প্রধান শিক্ষক জনাব মোঃ মুজাহিদ হোসেন মিরাজ।
সিইউসি পরিবার মনে করে, সমাজসেবায় নিবেদিত প্রাণ এই মানুষটির অভিজ্ঞতা ও মূল্যবোধ শ্রম আদালতের কার্যক্রমকে আরও মানবিক ও সুবিচারমুখী করে তুলবে। জনাব ইফতেখার আলী বাবুর এই নিযুক্তি শুধু সিইউসি নয়, পুরো খুলনার জন্যই এক গর্বের বিষয়। সামাজিক উন্নয়ন ও বিচারিক দায়িত্ব পালনের এই যুগলবন্দী নিশ্চয়ই ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। চলবো মোরা একসাথে জয় করবো মানবতাকে ।