হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানবনন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বাকচান্দা-কালিবাজার সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জানাযায়, উপজেলার ৬টি ইউনিয়নেই বিভিন্ন বাজার ও রাস্তার মোরে দীঘদিন যাবত ইয়াবা, গাজা ও হিরোইন ক্রয় বিক্রয় করে মাদকের স্বগ রাজ্যে পরিনত হয়েছে। মানববন্ধনে স্বপন, শাহ পরান ও পিয়াস জানান মাদক ব্যবসায়ী চক্রের সদস্য উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের চান মিয়ার ছেলে কাজল মিয়া, বাসুরচর গ্রামের দুলু মিয়ার ছেলে সোহেল মিয়া মাদকসহ গ্রেফতার হয়ে জেল থেকে জামিনে মুক্তি পেয়ে আরো বেপরোয়া হয়ে দাপটের সাথে মাদকের রমরমা ব্যবসা করে আসছে। এরই প্রতিবাদে ‘মাদককে না বলুন’ এ শ্লোগানে এবং মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারসহ বিচারের দাবীতে ওই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। যুবসমাজের উদ্যোগে এলাকার সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহনে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য চান মিয়া, নাসির উদ্দিন মাস্টার, হারেছ চৌধুরী, মাওলানা আতাউল্লাহ, জসিম উদ্দিন, আতিক প্রমূখ। এ ব্যাপারে হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা বলেন ‘মাদক ও জোয়ার বিরুদ্ধে আমাদের কঠোর অভিযান চলমান রয়েছে, ক্রেতা-বিক্রেতাকে ধরিয়ে দেয়ার জন্য স্বস্ব এলাকাবাসীর সার্বিক সহযোগীতা ও মাদকাসক্ত অভিভাবকদের সচেতন থাকার অনুরোধ করছি’। হোসেনপুর থানা অফিসার ইনচার্জ মারুফ হোসেন বলেন, মাদক ব্যবসায়ীরা কোন ভাবেই ছাড় পাবে না মাদককে পুরোপুরি নির্মূল করার লক্ষ্যে আমরা নজরদারী করে যাচ্ছি।