কলমেঃ দেবিকা রানী হালদার
হয়েছিলাম তোমার বাহুবন্ধ এক ঘরণী
তুমি আমার আশান্বিত ভাবে বরন করনি!
গরুর গাড়ির কচরকচর করা বরবধূ বাহন
কানে লাগলো তালা তবু ও উথ্লে প্রণয় লাগলো সহন!
মেটো পথে ধানক্ষেত শস্য ভরা শ্যামল প্রান্তর
দু’দিকের প্রকৃতি বনায়ন, ভরে দিলো অন্তর!
তেপান্তরের মাঠ পেরিয়ে তৃষিত অন্তরে ঘরে প্রবেশ
শস্যাপাতা গ্রামীণ পরিবেশে মুছে গেলো ক্লেশ!
গবাক্ষে চোখ দেখে হেমন্তের মেঘ হেলান দিছে ক্ষেত
অবধি
আঙিনায় হাঁস মুরগী, গোয়াল ভরা ছাগল মহিষ গবাদি!
এযাবৎ জসিমউদদীন জীবনানন্দ পড়েছি এই পল্লী গ্রাম
এমন সংসারে আমি চেয়েছি আজীবন, ভগবান কে ধন্যবাদ দিতে লাগছে শরম!
আনন্দে কপোলে জমেছে বিন্দু বিন্দু শ্বেত কণা
কোনো এক পল্লী বধূর এমন গল্প ছিলো না জানা!
আঙিনা পাশ থেকে কদম কেয়া চালতা বাগান শুরু
রাতে শিয়াল ডাকবে ভেবে, বুকের মধ্যে মেঘ ডাকলো গুরু গুরু!