কলমেঃ মোঃ মামুন সিকদার
আরব বিশ্ব তুমি জেগে উঠো
ট্রাম্প চশমা পরে-
নাইট ক্লাবে,
মগ্ন থাকিবে আর কত?
আরব বিশ্ব তুমি আর কত?
ট্রাম্প চশমা এবার খোলো,
নাইট ক্লাবের মগ্ন ছাড়ো
গাজা বাসীর চিৎকার শোনো!
আরব বিশ্ব তুমি ঘুম ভাঙ্গো
গাজার নিষ্পাপ ফুলেদের-
চিৎকার কেমন করে সহ্য করো,
তৃতীয় লিঙ্গের আর পরিচয় দিও না।
আরব বিশ্ব তুমি জেগে উঠো।
তোমাদের দিকে চেয়ে আছে
গোটা মুসলিম বিশ্ব,
আরব বিশ্ব তুমি গর্জে উঠো।