রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
পাশে থাকলেই সবাই আপন হয় না সখ করে স্বাধীনতা হারায় আহম্মক! মোরেলগঞ্জে ইংরেজ নীলকুঠি ধ্বংসের দ্বারপ্রান্তে ইতিহাস-ঐতিহ্যের বেদনাবহ ধ্বংসস্মৃতি কবিতাঃ গাঁয়ের জীবনকথা জগন্নাথপুরে এডভোকেট ইয়াসীন খানের সমর্থনে পৌরসভার ৩নং ওয়ার্ডে জামায়াতের উঠান বৈঠক প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ইউপি চেয়ারম্যান আব্দুল হাই ময়মনসিংহের ফুলবাড়ীয়া প্রেসক্লাব এর অফিস উদ্বোধন মাটি – মা প্রফেসর ডক্টর সন্দীপক মল্লিক সাহিত্য রসগ্রহণ অনুষ্ঠানে নতুনতারা’র প্রতিষ্ঠাতা সংবর্ধিত সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দ্বীপশিখা পদক পেলেন জগন্নাথপুরের কৃতি সন্তান শাহিনুর রহমান কারো কাছে নিজের সমস্যা বলার আগেই ভাবুন

ত্যাগী নেতাকর্মীদের অবামূল্যায়ন বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির কমিটির পূর্ণ গঠনের দাবিতে সংবাদ সম্মেলন

Coder Boss
  • Update Time : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ২০২ Time View

স্টাফ রিপোর্টার:

বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির নির্যাতিত, মামলা হামলা, ও কারা বরণকারী বিএনপির প্রকৃত কর্মীদের মূল্যায়ন না করে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মতাদর্শের এবং আওয়ামী সংগঠনের পদদারি নেতা/কর্মী, ও দলীয় শৃঙ্খলা ভঙ্গকারি বহিস্কৃত ব্যক্তি এমনকি বিগত ১৭ বৎসরের স্বৈরশাসক আওয়ামী লীগের সুবিধাবাদী ও বিএনপির নিষ্কৃয় কর্মীদের দিয়ে উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন। এর প্রতিবাদের এবং কমিটির পূর্ণ গঠনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির ত্যাগী- নির্যাতিত, মামলা-হামলা শিকার ও কারা বরণকারী এবং বঞ্চিত কর্মীগণ।

আজ ১২ এপ্রিল শনিবার দুপুরে নতুনপাড়াস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনটি করেন উপজেলা বিএনপির ত্যাগী নির্যাতন ও বঞ্চিত নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ আকরাম হোসেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের ঘোষনা অনুযায়ী, ৩১ দফা রাষ্ট্র অবকাঠামো বাস্তবায়নের নির্দেশনা রয়েছে। কিন্তু আমরা উপলদ্ধি করতে পারছি যে, সম্প্রতি বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে, সেখানে বেশিরভাগ পদদারি ও সদস্যগণ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ধূসর ও আওয়ামী সংগঠনের পদদারি নেতা/কর্মী এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গকারি বহিস্কৃত ব্যক্তিদের সমন্বয়ে এমনকি বিগত ১৭ বৎসরের আওয়ামী লীগের সুবিধাবাদী এবং বিএনপির নিষ্কৃয় কর্মীদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। এমতাবস্থায় বিএনপির ত্যাগী নির্যাতিত, মামলা-হামলা শিকার এবং কারা বরণকারী বিএনপির প্রকৃত কর্মীদের দলের নীতি ও আর্দশের প্রতি আস্থা ভেঙ্গে পরছে। আমরা ত্যাগী নেতাকর্মীরা মনে করি। দলের এ করুন অবস্থা থেকে উত্তোরনের জন্য সুনামগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ, সিলেট বিভাগীয় দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দের অনুরোধ করছি। বিশ্বম্ভরপুর উপজেলার বিএনপির সাংগঠনিক ঐক্য ফিরিয়ে আনতে ও শক্তিশালী করা লক্ষ্যে দ্রুত কমিটিতে স্থান পাওয়া সুবিধাবাদী ও আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মতাদর্শের লোকদের বাদ দিয়ে পুনরায় বিএনপির ত্যাগী নির্যাতিত মামলা-হামলার স্বীকার ও কারা নির্যাতিত নেতাকর্মীদের সমন্বয়ে দ্রুত কমিটি গঠন করার জন্য অনুরোধ করছি। এতে করে দল সু-সংগঠিত হবে। এবং আগামী নির্বাচনে জনগণের কাছে ভোটের আড্ডা তৈরি করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আগ্রনী ভূমিকা পালন করবে। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিশ্বম্বরপুর উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক আলমগীর হোসেন, উপজেলা যুবদল সদস্য কাওছার আলম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102