মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:

বাগেরহাটের মোংলায় বিশেষ অভিযানে হরিণের চামড়াসহ ২৪কেজি মাংস উদ্ধার

Coder Boss
  • Update Time : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ২৫ Time View

 

মোঃ জুয়েল খাঁন, খুলনা বিভাগীয় প্রতিনিধি:

বাগেরহাটের মোংলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ০১ একটি হরিণের চামড়াসহ ২৪ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় শিকার কাজে ব্যবহৃত ০১টি (একটি) কাঠের বোট ও জব্দ করা হয়।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে বাগেরহাটের মোংলা কোস্ট গার্ডে মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার (১১ এপ্রিল) রাত ১০টার দিকে মোংলার জয়মনিরগোল বালুর মাঠ সংলগ্ন এলাকায় হরিণের মাংস হাত বদলের জন্য চোরা শিকারির একটি চক্র অপেক্ষা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে জয়মনিরগোল বালুর মাঠ সংলগ্ন এলাকা তল্লাশি করে ১টি হরিণের চামড়াসহ ২৪ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয় এবং শিকার কাজে ব্যবহৃত একটি কাঠের বোট জব্দ করা হয়।
সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা হরিণের চামড়া, মাংস এবং কাঠের বোট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নন্দবালা ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।
তিনি আরও জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জোরদার করেছে। যার মাধ্যমে বাংলাদেশ কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। বাংলাদেশের কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102