কবিঃ সজীব শেখ
আমায় তোরা ভাগ করে দিস না,
আমি জন্মেছি এই ভূখণ্ডে বলে
তোরা এখানেই ভাগ করে রাখবি?
আমায় তোরা আটকে রাখিস না দোহাই
আমি মুসলিম এই অসীম বিশ্বে হবে বিচরণ
আমার কোনো নির্দিষ্ট ভূখণ্ড নাই।
আমায় তোরা বন্দী করিস না—
আমার ঘরের একটা অংশ ফিলিস্তিন
আমি মুসলিম,ওই ফিলিস্তিন আমার ক্ষত।
সেখানে আমার ভাইবোন বাস করে
আমি তাদের মতই নির্যাতিত।।
আমায় তোরা ফিরিয়ে দিস না রে,
যে পতাকার দোহাই দিয়ে, ফিরিয়ে দিস আমায়,
শোন একটু তোদের জানাই—
তা কেবল আমার জন্মগত ভূখন্ডের পতাকায়।
আমার পতাকা তো অসীম জগতের পতাকা
আমার পরিচয়ের পতাকা হবে,কালিমা তাইয়্যিবা।