ভারত থেকে সংবাদদাতা:
উত্তর চব্বিশ পরগনা জেলার স্বরূপনগর ব্লকের বালকী-গোবিন্দপুর মুখার্জি মোড়ে অবস্থিত “আলোর সন্ধানে” পত্রিকার নিজস্ব অফিস গৃহে সাড়ম্বরে ১৩ই এপ্রিল রবিবার প্রকাশিত হল আলোর সন্ধানে মাসিক পত্রিকার ৩৫তম সংখ্যা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্যিক ডাঃ সাইদুর রহমান। তাঁকে ব্যাজ ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। পত্রিকার মোড়ক উন্মোচন করেন উপন্যাসিক সিরাজুল ইসলাম ঢালী মহাশয়। অতঃপর সকলের হাত দিয়ে প্রকাশিত হয় পত্রিকা। সমগ্র অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে সঞ্চালনা করেন সংস্থার স্থায়ী সভাপতি ডাঃ সিরাজুল ইসলাম ঢালী মহাশয়। শুরুতে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন তুহিনা হক মহাশয়া। স্বাগত ভাষণ কবিতা পাঠ করেন কবি সাইদুর রহমান। গল্প পাঠ করেন কবি ও সাংবাদিক সরবত আলি মন্ডল। অতঃপর আধুনিক কবিতা নিয়ে আলোকপাত করেন পত্রিকা সম্পাদক আনারুল হক এবং স্বরচিত কবিতা পাঠ করেন। উপস্থিত কবি সাহিত্যিকদের মধ্যে কবিতা ও গল্প পাঠে অংশগ্রহণ করেন তুহিনা হক, মোঃ রেজাউল মন্ডল, রিনা বৈদ্য ঢালী, মাকফুর রহমান, রাহান মন্ডল, নাজমা মন্ডল, নুরুল হক মন্ডল, আসিবুর মন্ডল, গাফ্ফার মন্ডল, মতিয়ার সরদার। গল্প পাঠ করেন ডাঃ সিরাজুল ইসলাম ঢালী মহাশয় সহ আরও উপস্থিত সকলেই। সাহিত্য সভায় সিদ্ধান্ত গৃহীত হয় আগামী ২০২৬ সালের জানুয়ারি মাসে সংস্থার সভাপতি সিরাজুল ইসলাম ঢালি মহাশয়ের জীবনী গ্রন্থ প্রকাশিত হবে আলোর সন্ধানে সাহিত্য সংস্থার উদ্যোগে। এছাড়াও আগামী দিনে সর্বধর্ম সমন্বয় বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হবে স্বরূপনগরের ব্লকের মধ্যে। সভাপতির সমাপ্ত ভাষনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।