কলমেঃ তুষার আহাম্মেদ
নতুন রোদ, নতুন আলো,
পহেলা বৈশাখে নতুন ভালো।
রঙিন শাড়ি, পাঞ্জাবি পরে,
উৎসব নামে বাংলার ঘরে।
মঙ্গল শোভাযাত্রার গান,
জীবনের নতুনের আহ্বান।
পান্তা-ইলিশ, বেতসের বাঁশি,
গ্রাম বাংলার ছন্দের হাসি।
ধানের ক্ষেতে হাওয়ার দোলা,
মনটা যেন হয়ে যায় বোঝা।
পুরোনো সব দুঃখ বিদায়,
নতুন স্বপ্নে ভরুক হৃদয়।
বাংলার মাটি, বাংলার গান,
একটি দিনে মিলন মহান।
পহেলা বৈশাখ, আনন্দের শিখা,
বাংলার প্রাণে ছড়ায় দিশা।
নতুন বছর আনুক শান্তি,
সবাই থাকুক সুখের আবরণে বাঁধি।
পহেলা বৈশাখে হোক অঙ্গীকার,
জীবনের পথে নতুন ভাবনার।