কলমেঃ ডক্টর মোঃ
বদরুল আলম সোহাগ
==============
নববর্ষ এলো হাসি মুখে,
চৈত্র শেষে বৈশাখ সুখে।
গেলো পুরনো দুঃখ-জ্বালা,
নতুন আশা প্রাণে ঢালা।
শুভেচ্ছা নিও সবাই মিলে,
আনন্দ উঠুক হৃদয়ের তলে।
১৪৩২ শুরু হোক হেসে,
শান্তি থাকুক ভালোবেসে।
ধান-দুইহাতে, পান্তা-পিঠে,
বাংলা গানে উঠুক রিঠে।
রঙে ভরে উঠুক দিন,
নববর্ষ হোক রঙিন।