রিফাত ,বেড়া (পাবনা) প্রতিনিধিঃ
ফিলিস্তিনের জনগণের ওপর ইসরায়েলের নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন বেড়া প্রেসক্লাবের সদস্যরা।
সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে সিএন্ডবি গোলচত্তরের সামনে তাঁরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।
ক্লাবের সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় জনসাধারণ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে ” স্বাধীন ফিলিস্তিনের নারী -শিশুরা মরছে কেনো, জবাব চাই দিতে হবে” আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। ইসরাইলি পণ্য বর্জন কর, করতে হবে” ইত্যাদি শ্লোগানে শ্লোগানে শহর মুখরিত হয়ে ওঠে।
বেড়া প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক, আবুজর গিফারী বক্তব্যে বলেন, ইসরাইলি কর্তৃক ফিলিস্তিনিতে অবিরাম সশস্ত্র হামলা করে বর্বর গণহত্যাকান্ডের তীব্র প্রতিবাদ, নিন্দা, ক্ষোভ জানিয়ে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের রক্ষায় এগিয়ে আসার আহবান জানান।’
মানববন্ধনে বেড়া প্রেসক্লাবের সভাপতি ডাঃ আব্দুল হান্নান বক্তব্যে বলেন, ‘ইসরায়েল কোনো বৈধ রাষ্ট্র নয়। এই অবৈধ রাষ্ট্রটি যখন আমাদের ভাইদের ওপর হামলা করে, তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। তাদের হামলায় আমাদের একের পর এক মুসলিম ভাইবোনেরা সহ নিরীহ শিশুরা নিহত হচ্ছে। আমরা আর কোনো মুসলিমকে হারাতে চাই না। আমরা ফিলিস্তিনকে স্বাধীন হিসেবে দেখতে চাই।