মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা, হাতীবান্ধা
লালমনিরহাট, বাংলাদেশ।
হঠাৎ করে আসলো তেরে,
কাল বৈশাখীর ঝর।
দুমড়ে মুচড়ে পরলো সব,
লোকের বাড়ী ঘর।
গাছ পালা ভেঙে পড়ে,
পথ ঘাট হলো রদ।
ক্ষেত খামারের ফসলগুলো,
হ’য়ে গেলো সার খার।
ঝরের আগে তোমরা সবাই,
সতর্ক হয়ে যাও।
ঝরের কবল থেকে পাবে,
জীবন তোমার ফাও।