বৈশাখ আসলো
বৈশাখ আসলো বরণ করে,
আমরা সবাই নেবো।
বৈশাখ আসলো শুভেচ্ছা টা,
আমরা তোমায় দেবো।
বর্ষবরণ বৈশাখ আসলো,
গরীব দুঃখী যারা আছে।
বৈশাখ আসলো তাদের খবরে,
দাঁড়াই তাদের একটু পাশে।
বৈশাখ আসলো নববর্ষ শুভেচ্ছা,
দিতে সহানুভূতি বাড়াই।
বৈশাখ আসলো ছেলে বুড়ো খোকা খুকু
আনন্দে সব হারাই।
বাবা মায়ের পরিচয়
বাবার পরিচয় বাবা হয়,
মায়ের পরিচয় মা।
বাবা মায়ের পরিচয় অন্য,
কারো তুলনা হয় না।
বাবার পরিচয়ে লোকে,
মোরে ভালো জানে।
মায়ের পরিচয়ে আত্মীয় স্বজন,
পাড়া প্রতিবেশী চেনে।
বাবার পরিচয়ে বয়ে আনে,
খ্যাতি ডাক নাম।
মায়ের পরিচয়য়ে নয় দূর্নাম,
ডেকে আনে সুনাম।
আদর্শ বাবার আদর্শ ছেলে,
আদর্শ মায়ের মেয়ে।
বাবা মায়ের পরিচয়ে বড়,
হয় আদর্শ ছেলে মেয়ে।