রমনা ঐ বটতলাতে বসছে দেখ মেলা
খোকা খুকু মজা করে চড়ছে নাগরদোলা
সর্কাসের জোকার দেখায় রঙ্গবেরঙ্গের খেলা
এসব দেখে মনেতে লাগে শৈশবেরই দোলা।
প্রথম প্রহরে যাবরে ভাই মঙ্গল শোভাযাত্রায়
মনজুড়াবে ইলিশ আর পান্তায়,
বাউল মনে বৈশাখের ঐ গান গায়
ডাকে ডোলে গানের তালে প্রাণ জুড়ায়।
বাসন্তি রঙ্গ শাড়ী পরে তোমার হতে কাচেঁর চুড়ি
সাড়াটা দিন কাটবে মোদের এদিক ওদিকে ঘুরি,
আলপনাতে পুর শহর দেখবে যাবে ভরি
চারুকলার পুতুল নাচের নেইতো কোন জুড়ি।