শামীম আহমেদ, পাবনা জেলা প্রতিনিধি:
পাবনা জেলা সাঁথিয়া উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত হয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষে নববর্ষ আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানান কর্মসূচি পালন করেছে প্রশাসন। সোমবার (১৪ এপ্রিল) সাঁথিয়া উপজেলা চত্বর প্রাঙ্গন হতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নববর্ষ আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি সাঁথিয়া পাইলট উচ্চ বিদ্যালয় স্থান হতে ঘুরে উপজেলা সোপান স্বাধীনতা চত্বর প্রাঙ্গনে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে উপজেলা চত্বর সোপান স্বাধীনতা মঞ্চে সাঁথিয়া সহকারি ভৃমি কমিশনার ও উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না ইউওন সকলের সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। পরে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা নৃত্য ও সংগীত পরিবেশনা করেন। এ সময় সাঁথিয়া পৌর বিএনপির সদস্য সচিব মো: সিরাজ উদ্দিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাঁথিয়া উপজেলা সেক্রেটারি মাওলানা আনিসুর রহমান পৌর জামায়াতের আমির হাফেজ মো: আব্দুল গফুর মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুল কাদের বিশ্বাস প্রাথমিক শিক্ষা অফিসার মো হেলাল উদ্দিন সমাজ সেবা অফিসার মো: সাইফুল ইসলাম মহিলা বিষয়ক কর্মকর্তা মো: আলমগীর হোসেন যুব উন্নয়ন অফিসার মোঃ গোলাম সরোয়ার, সাঁথিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: আব্দুল হাই প্রমুখ।
এ ছাড়াও সরকারি বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ , শিক্ষক, ব্যবসায়ী, পেশাজীবিসহ বিভিন্ন সম্প্রদায়ের সর্বস্তরের জনসাধারন অনুষ্ঠানে অংশ নেন।