কলমেঃ দেবিকা রানী হালদার
বর্ষবরণ শেষে মিলছে, শত বৈশাখী মেলা
চলছে কত কপোত-কপোতীর সাজগোজের খেলা!
সারা বাংলায় ললনা যত, প্রেমিকের জোড়া গুনবো কত?
কাঁচের চুড়ি বেলোয়ারী কিছুই হয়নি আজ-ও গত!
কিনে দাও রেশমি চুূড়ি, বেদের ডালায় ভুরি ভুরি
কিনছে সহস্র জুড়ি, বয়স সত্তুর থেকে কুড়ির ছুড়ি!
তবু ও নববর্ষের আমেজ, আজ-ও সমান সারা বাংলা ভরি
মেলাতে কেনাকাটা পশরার সাজানো, কিনছে দম্পতি ঘুরি ঘুরি!
আজ-ও ভিড় রমনা বটমূলে, রমনাপার্ক টিএসসি মোড়
প্রেমিক টানছে প্রেমিকের হাত ধরি, কেনা কাটায় করছে জোর!
বাচ্চা গুলো কিনছে খেলনা বাবা-মার হাতধরি
রঙিন চশমা, হাইড্রোজেন বেলুন, কেউবা ডিজিটাল ঘড়ি!
আজ ও পায় নষ্টালজিক, ছোট সময় পুতুল নাচের
কিনতাম কত খেলনা, পশুপাখি বানানো কাঁচের!
বাইস কোপ আর শারীরিক কসরত, রিং গুলো লাগতো জোড়া
আজ আমি এ জীবনে, নতুন প্রজন্মের রুচির কাছে, একদম খোঁড়া!