পাখ পাখালির ছড়া
গাছ গাছালি পাখ পাখালি,
লিখি যড ছড়া।
ময়না টিয়ে শালিক পাখির,
নাই তো কোনো পড়া।
টুনটুনি টা তালিম গাছে,
সকাল বিকাল হলে।
মনের সুখে টুনটুন করে,
গান গেয়ে সে চলে।
শালিক পাখি কিচিরমিচির,
ডাকে তারি ফাঁকে।
দোয়েল কোয়েল ফিঙে
তারা একসাথে ডাকে।
ইচ্ছে করে দেয় শিষ আর,
আনন্দেতে শুধু হাসে।
চড়ুই পাখির চেচামেচি,
মনের সুখে আরও নাচে।
সন্ধ্যা হলে আমরা যখন,
পড়তে বসি পড়া।
মায়ের মুখে শুনি ততো,
পাখ পাখালির ছড়া।
মনটা যাহার বড়
মনটা যাহার বড় হয়,
প্রাণটা তাহার বড়।
তাহার চেয়ে হয় না কিছু,
তুলনা যতই করো।
লোক তাহারে বাসে ভালো,
নাই কিছু তাহার কালো।
মনে প্রাণে আছে তাহার।
স্বপ্ন জাগার আশার আলো।
মনটা তাঁহার চায় শুধু,
লোকের ভালোবাসা পেতে।
ভালোবাসার স্বপ্ন নিয়ে চায়,
সে স্বপ্নপুরীর দেশে যেতে।