সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
Acacia Flowers ভেড়ামারা  মাজারে গাঁজাসেবীদের আঁখড়ায় অভিযানে গিয়ে লাঞ্চিত ম্যাজিষ্ট্রেট ছোটগল্পঃ- অবৈধ প্রেম কবিতাঃ বন্ধ কর সব বর্বরতা জগন্নাথপুর পেশাজীবি শাখার বর্ষপূর্তি সভা অনুষ্ঠিত ও পৌর কমিটি গঠন জামায়াতে ইসলামী ঘোষিত গণসংযোগ কার্যক্রমের অংশ হিসাবে মিশন পল্লী ভবনে বৈশাখী নৈশ ভোজ সুন্দরবনের উপকূলের  বাগেরহাটে ১১২ বিঘা জমির দখল ৫ আগষ্টের পরে ফিরে পেলেন মালিকেরা সুন্দরবনের উপকূলে খাদ্যের সন্ধানে জনপদে লোকালয়ে কালোমুখো হনুমান বিশ্বের ঐতিহ্য সুন্দরবনে অজগর অবমুক্ত শরণখোলায় লোকালয় থেকে উদ্ধার বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে থামছে না হরিণ শিকার মূল শিকারিরা ধরাছোঁয়ার বাইরে ১২ মণ হরিণের মাংস সহ ৯শিকারি আটক ! ! !

বাংলাদেশের স্বনামধন্য কবি কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক অথই নূরুল আমিন এর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৩৯ Time View

 

আলো প্রতিবেদক:

অথই নূরুল আমিন,পিতা : মো: আব্দুল হক খান (হক সাহেব ), মাতা : নুরজাহান তালুকদার,
জন্মস্থানের স্থায়ী ঠিকানা, গ্রাম : ছয়গাঁও ( খান বাড়ি )
ডাকঘর : মনাষ, উপজেলা : বারহাট্টা,জেলা : নেত্রকোনা, বতর্মান ঠিকানা : বাড়ি নং ৪৩, রোড নং০১, ঢাকা উদ‍্যান, মোহাম্মদপুর, ঢাকা – ১২০৭,জন্ম তারিখ : ২০. ০২. ১৯৬৮ খ্রিষ্টাব্দ, ধর্ম : ইসলাম,জাতীয়তা : বাংলাদেশি, বৈবাহিক অবস্থা : বিবাহিত, (এক স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে ),মোবাইল নম্বর : ০১৭৪০৭৭৩১১১
রক্তের গ্রুপ : ও, নেগেটিভ,জাতীয় আইডি কার্ড নম্বর : ৩৭৩৩১৭৮৮৯৫ ( ঢাকা উত্তর সিটি ) তিনি ঢাকার কলাবাগান স্টাফ কোয়ার্টারে কিছুদিন এবং পরবর্তীতে ঢাকার মোহাম্মদপুরে বাল‍্যকাল ধরে বসবাস করে আসছেন।

অথই নূরুল আমিন (কবি, কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক)
তিনি বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের, নেত্রকোনা জেলার,বারহাট্টা উপজেলায়, ছয়গাঁও গ্রামে ২০, ফেব্রুয়ারি ১৯৬৮ সালে এক ধনাঢ‍্য খান পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মো: আব্দুল হক খান (হক সাহেব) এবং মাতা নুরজাহান তালুকদার। লেখালেখির জীবনে তিনি একজন বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক, দেশের প্রভাবশালী কলামিস্ট এবং সমাজ সংস্কারক হিসেবে খ্যাত। সাহিত্য অঙ্গনে তাঁর অবদান অত্যন্ত অসামান্য; কবিতা, ছড়া, গল্প, বাণী, প্রবন্ধ, নিবন্ধ, কৌতুক, এবং রূপকথার গল্প “অনূআর ঝুলি” সহ হাজারো সিরিয়াল লেখা ছাড়াও তিনি একজন সাহিত্যিক হিসেবে পরিচিত।

তিনি “জীবনবার্তা বিদ্যালয় ” ২০১১- ২০১৮ নামে একটি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেন, এবং নিজ অর্থায়নে পরিচালনা করেন, যা তার মানবিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন। নব্বই দশকের মানবতার কবি এবং মানবাধিকার কর্মী হিসেবে তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। নব্বই দশক থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি দেশের শতাধিক জাতীয় দৈনিক, অনলাইন, সাপ্তাহিক, পাক্ষিক এবং মাসিক পত্রিকায় সাহিত্যের প্রায় সব ধরনের লেখালেখি করেছেন। এছাড়া, তিনি সারাদেশের দু’শতাধিক পাঠাগারে সৌজন্য বই উপহার দিয়ে ‘পাঠাগার বন্ধু’ এবং ‘শিক্ষা বন্ধু’ উপাধি লাভ করেছেন।

লেখকের উল্লেখযোগ্য গ্রন্থাবলী:
১. প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা (সমালোচনা গ্রন্থ), ২. অগ্নিচিঠি (মুক্ত গদ্য), ৩. সোনালি স্বপ্ন (কাব্যগ্রন্থ), ৪. মন আর মানুষ (কাব্যগ্রন্থ), ৫. অথই গীতি (পঞ্চরসের গানের বই), ৬. অষ্টশ্রম (কাব্যগ্রন্থ),
৭. বাণী সুন্দর (উপদেশমূলক লেখা) ৮. ৫২ বছরে তেপ্পান্ন গল্প (আত্মজীবনীমূলক), ৯. শ্রেষ্ঠ কবিতা সমগ্র ( কাব‍্যগ্রন্থ ), ১০. সংলাপ ও রাষ্ট্র সংস্কার ( থ্রি জিরো সমমনা একটি গ্রন্থ ), ১১. আমার যুদ্ধ কলমে ( সমকালিনও রাষ্ট্র উন্নয়ন নিয়ে লেখা ), ১২.. অনূআর ঝুলি (শিক্ষামূলক রূপকথার গল্পের কপিরাইট লেখক) সহ অসংখ্য গ্রন্থের রচয়িতা। এবং তাঁর লেখা শিক্ষামুলক রূপকথার গল্প এনিমেশন কার্টুন করা হয়েছে। অনূআর ঝুলি নামে ইউটিউব চ‍্যানেলে প্রচারিত হয়েছে।

সমাজচেতনা ও রাষ্ট্রচিন্তা:
তাঁর রচিত “আমার যুদ্ধ কলমে” গ্রন্থটি সমাজ চেতনা, রাষ্ট্র গঠন, বেকারত্ব নিরসন, রাজনীতির উত্থান-পতন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে গভীর বিশ্লেষণমূলক লেখা রয়েছে । সমগ্র বইটির মাধ্যমে সমাজ উন্নয়ন এবং রাষ্ট্র গঠনের পথনির্দেশনা উঠে এসেছে, যা বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মূল্যবান দৃষ্টিভঙ্গি হিসেবে কাজ করবে। এক কথায়, এটি ২.০ সমমনা লেখার এক অনন্য দৃষ্টান্ত।
সংলাপ ও রাষ্ট্র সংস্কার বইটিতে দেশের বেকারত্ব নিরসন এবং রাষ্ট্র উন্নয়ন সঠিক রাজনীতির দিকনির্দেশনা উঠে এসেছে বই থ্রি জিরো সমমনা একটি একশত ষাট পৃষ্টার একটি গ্রন্থ।
তাঁর লেখালেখি এবং মানবিক কাজের জন্য তাকে সম্মানিত করা হয়েছে এবং সর্বস্তরের পাঠকদের কাছে তিনি মানবতার এক কষ্টি পাথর সমতুল‍্য এবং আলোকিত এক মানবিক কবি হিসেবে পরিচিত। আমরা তাঁর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি এবং তাঁর এই অমূল্য অবদানকে সার্বিকভাবে স্বীকৃতি দিই।

পুরস্কার : ১. দৈনিক বাংলার ডাক পত্রিকা পুরস্কার,২. সমবায় কন্ঠ পুরস্কার, ৩. কবি মঈন উদ্দীন পুরস্কার,
৪. সোনার বাংলা সাহিত্য পরিষদ,৫. বৃত্ত কলা একাডেমি পুরস্কার, ৬. উত্তর বাংলা সাহিত‍্য পরিষদ,৭. সাহিত্য ভুবন পুরস্কার, ৮. বহুমত পত্রিকা পুরস্কার কবি সংসদ বাংলাদেশ পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হন কবি।

উপাধি :
১. নব্বই দশকের মানবতার কবি, ২. বসন্তের কবি, প্রভাবশালী কলামিস্ট, ৩. পাঠাগার বন্ধু, ৪. শিক্ষাবন্ধু,৫. রাষ্ট্রচিন্তক ৬. জুলাই বিপ্লবের পক্ষে সেরা লেখক ৭. মা মাটি ও মানুষের লেখক।

পত্রিকায় লেখালেখি :
অথই নূরুল আমিন যেসকল জাতীয় দৈনিক (অনলাইন ডটকম ) সাপ্তাহিক ও মাসিক পত্রিকায় লেখালেখি করেছেন। তার আংশিক আজকের পর্বে তুলে ধরা হলো : সেই নব্বই দশক থেকে ২০২৪ পযর্ন্ত অথই নূরুল আমিন অসংখ্য জাতীয় দৈনিক, সাপ্তাহিক, মাসিক,ষাম্মাসিক বাৎসরিক ও অসংখ্য লিটলম‍্যাগ পত্রিকায় এবং বতর্মান অনলাইনে তিনি নিয়মিত কবিতা, গল্প,ছড়া, কলাম ও রূপকথার গল্প লেখালেখি করে আসছেন। তার অংশ বিশেষ আজকের প্রথম পর্বে তূলে ধরা হলো।
দৈনিক প্রথম আলো, , দৈনিক ইত্তেফাক, , দৈনিক যুগান্তর, , দৈনিক বাংলাবাজার পত্রিকা, দৈনিক আজকের কাগজ, দৈনিক আল- আমীন , দৈনিক জননেত্র, এছাড়া নব্বই দশকের কিছু ম‍্যাগাজিন যেমন,
সাপ্তাহিক প্রতিচিত্র, বিচিত্রা, অনন্যা, নির্ভিক সংবাদ, মৃদু ভাষণ, চাবুক, এখন, আলোর ফোয়ারা, খবরের অন্তরালে, কবি কুঞ্জে এসো, অর্কোদয়, মাসিক সাধকসহ অসংখ্য ম‍্যাগাজিনের লেখক তিনি। বতর্মান দৈনিক ও অনলাইন বা টুয়েন্টিফোর ডটকমসহ অসংখ্য পত্র পত্রিকায় লেখালেখি করে আসছেন তিনি। যেমন : দৈনিক সংবাদ চিত্র, দৈনিক আজকের গোয়েন্দা সংবাদ, আলোকিত সমাচার, দৈনিক নবদেশ, দৈনিক দিগন্তর, দৈনিক নিউজ রিপোর্ট, দৈনিক প্রতিবাদ, দৈনিক অপরাধ অনুসন্ধান, টপ নিউজ প্রতিদিন, দৈনিক চাঁদনি বাজার পত্রিকা, বাংলার দ্রুত, দৈনিক আলো আধাঁর, দৈনিক বিডি ক্রাইম টাইমস, দৈনিক বাংলার ডাক, দৈনিক সময়ের ডাক, সাপ্তাহিক সোনালী বাংলাদেশ, দৈনিক বাংলাদেশের কথা, দৈনিক বাংলার সূর্য, দৈনিক আজ কালের আলো, দৈনিক দৈনিক মর্নিং পোস্ট, সাপ্তাহিক মুক্ত বাংলা,
সংবাদ লাইফ, দৈনিক কলম যোদ্ধা, দৈনিক চেতনায় বাংলাদেশ, দৈনিক আমাদের সমাচার, অনুসন্ধানী বার্তা, দৈনিক বতর্মান সংবাদ, দৈনিক বাংলা সংবাদ, দৈনিক প্রচেষ্টা নিউজ, দৈনিক আন্তর্জাতিক সংবাদ, ঢাকা টাইম, দৈনিক অনিকা এন্ড শোকরিয়া, দৈনিক আমাদের সমাচার, প্রিন্স নিউজ বিডি, দৈনিক গণ তদন্ত, দৈনিক একাত্তরের বাণী,
দৈনিক প্রতিবিম্ব প্রকাশ, দৈনিক প্রিন্স নিউজ, দৈনিক বাংলার মুক্তকন্ঠ, দৈনিক ডাক বেলা, দৈনিক আজকের কন্ঠস্বর, দৈনিক সময়ের ডাক, ভিশন এস টিভি, দৈনিক জয়সাগর, দৈনিক বাংলার মুক্ত খবর, দৈনিক ভোর বেলা, দৈনিক ৭১ গোয়েন্দা সংবাদ,

দৈনিক সময় বেলা, দৈনিক রোজ ডট ইউকে, দৈনিক দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ, দৈনিক সাম‍্যবাদী নিউজ, দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর, দৈনিক আজকালের আলো, দৈনিক নড়াগাতীর সংবাদ, দৈনিক দৈনিক নিউজ বাংলা এনবি ডটকম, দৈনিক স্বতন্ত্র বার্তা, দৈনিক সংবাদ দিগন্ত, দৈনিক ডেইলি ভিষণ, দৈনিক জনকন্ঠ, সাপ্তাহিক বহুমত, সাপ্তাহিক জনকথা, নব ভাবনা,;সমবায় কন্ঠ, জীবন বার্তা পত্রিকা কানা মাছি সহ ইত্যাদি। যেসকল পত্রিকার সময় স্বল্পতায় বাদ পরেছে। আগামী কোন এক লেখায় তা তুলে ধরা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102