এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় অভিযান চালিয়ে ১২০ বোতল ফেনসিডিলসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ এর একটি দল।
গতকাল বুধবার (১৬ এপ্রিল) সকাল পৌনে দশটার দিকে উপজেলার বরেন্দ্র বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের মো. মঞ্জুর রহমানের ছেলে মো. মাসুদ রানা (৪০) ও শ্যামপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে
মো. তরিকুল ইসলাম (৩২)।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে র্যাব-৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা র্যাব-৫ জানতে পারে বুধবার সকাল পৌনে নয়টার দিকে মাদকের একটি বড় চালান সরবারহ করা হবে। উক্ত সংবাদ পাওয়ার পর র্যাবের আভিযানিক দল অভিযান পরিচালনাকালে মাদক সরবাহের সময় ১২০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই ঘটনায় নিয়ামতপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।