কলমেঃ তুষার আহমেদ
তোমার চাওনি — এক নীরব ডাক,
চোখে চোখ রাখলেই থেমে যায় সব পাক।
যেন সময় বলে, “এইখানে থামো,”
ভালোবাসার গল্প চোখেই তো নামো।
বারবার ইচ্ছে করে চেয়ে থাকি চুপে,
হারিয়ে যাই আমি তোমার চোখরূপে।
সেখানে লুকানো কত না কথা,
ভাষাহীন বয়ান, তবু কত ব্যথা!
তোমার চোখে যেন জাদুর কোনে,
মায়াবী স্বপ্নেরা খেলে নির্জনে।
যে দৃষ্টিতে ডুবে যায় মন,
ভুলিয়ে দেয় সব — ব্যথা আর ক্ষণ।
বলার কিছু নেই, তবুও বলি,
তোমার চাহনিতে স্বর্গ খুলি!
তুমি না তাকালে ফিকে লাগে দিন,
তোমার চোখ মানে— এক কবিতার বিন।
তাই বারবার শুধু চাই আমি দেখা,
তোমার সেই চোখেই খুঁজে যাই রেখা।
ভালোবাসা যদি চাওনিতে বাঁধে,
তবে সে চোখেই আমার প্রেম জাগে।