কলমেঃ সজীব শেখ
একা বসে ভাবি নিরালায়,
এই বেলা- অবেলায়
অতি বড়ায়ের পাখি টা আমার
একদিন যাবে হারায়।।
পাখির বয়স যে আমার,
নিশ্বাঃসের সময়সীমা যতক্ষণ।
তবে,কেন এতো বৃথা চেষ্টা?
রং তামাশার দুনিয়ায় সৃষ্টি করতে আলোড়ন।।
সব যে লাগে তুচ্ছতাচ্ছিল্য,
পাখির কথা যখন ভাবি একাকী
জানিতো,একদিন পাখি আমার
খাঁচা ফেলে অনিবার্য দিবে ফাঁকি।
প্রশ্ন আমার হে মানব!কেন এতো ধোকা?
মিথ্যা ক্ষমতার অহংকার তোমার?
তুমি কী জানো না?পাখিটা হারায় গেলে যে,
পড়ে থাকা খাঁচা টা হবে পোকার খাবার।