মোঃ ইদ্রিস শেখ, ক্রাইম রিপোর্টার খুলনা বিভাগ:
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিররুল ইসলাম মহোদয় এর দিক-নির্দেশনায় জনাব মোঃ হুমায়ূন করিব মোল্লা, অফিসার ইনচার্জ, শ্যামনগর থানার নেতৃত্বে ১৮/০৪/২০২৫ রাত্র ১৬.২৫ ঘটিকার সময় এসআই(নিঃ) মোঃ মতিন বিশ্বাস সঙ্গীয় ফোর্সের সহায়তায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে শ্যামনগর থানাধীন কৈখালী ইউনিয়নের শৈলখালী পশ্চিমপাড়াস্থ গ্রামের মোখলেছুর রহমান @ আব্দুল জব্বার এর বসতবাড়ি হইতে ২ কেজি ৯০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্যগাঁজা, ০১ টি মোটরসাইকেল ও নগদ অর্থ সহ আসামী ১। মোঃ লোকমান হোসেন (৪৫), পিতা-আব্দুর রশিদ গাজী, ২। মোছাঃ নূর জাহান বিবি (৩৫), পিতা-মোঃ আনছার আলী গাজী, স্বামী-মোকলেছুর রহমান ওরফে আব্দুল জব্বার, ৩। মোছাঃ সোনালী আক্তার (১৮), পিতা-মোকলেছুর রহমান ওরফে আব্দুর জব্বার, সর্বগ্রাম-শৈলখালী, সর্বথানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরাদের কে গ্রেফতার করেন।
ধৃত আসামীদের বিরুদ্ধে শ্যামনগর থানার মামলা নং-১৯, তারিখ-১৮/০৪/২৫ ইং, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সরণির ১৯ (ক)/৪১ দায়ের করে আসামীদের কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।