“হে অচেনা মায়াবতী “
তোমার এই দুটি চোখে কিসের এত মায়া
কাজল দিয়ে রাঙানো টানা চোখে মন আটকে গেল
যা এখনো চোখে দেখিনি
ছুয়ে দেখিনি না কখনো কথা
তবু কেন তোমার জন্য আমার এমন মায়া
হাজার রমণী চাই মোরে কত সুন্দর রুপ,
তবুও মন তুমি অচেনায় ঝড়িয়ে গেছে খুব।
কেন সেই মায়া কেনই এত টান?
কি আছে তোমার মধ্যে যা নেই অন্যের মধ্যে?
দেখিনি চোখে সুন্দর কালো না কি বয়সে বড়
তোমার জন্য মায়া কেন আমার এত হয় বল?
না কি করিয়াছ চোখে জাদু হে বিষাদিনী তোমার জাদু আমি বোকা ভালোবাসা কেন বলি
না তুই কোনো মায়াবতী না কোনো চোখ কন্যা
এমন মায়া ছলনাময়ী ছাড়া কেউ করতে পারে না
পৃথিবীতে আছো যত চোখ মায়াবতী কবিতা নয়
প্রশ্ন এটা উওর দাও তোমরা সবে
সংক্ষিপ্ত
এটা কবিতা নহে পৃথিবীর সকল মায়াবতীর কাছে আমার প্রশ্ন কেন তোমরা আমাদের মত বোকা প্রেমিদের চোখের মায়ায় ঝরিয়ে চলে যাও