মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কবিতা: রক্তাক্ত ফিলিস্তিন নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা আয়োজিত সোমবারের সাপ্তাহিক আড্ডা অনুষ্ঠিত কবিতাঃ বৈচিত্র‍্যময় মানুষ ঝালকাঠি জেলার খাজুরা গ্রামের বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা ধীরেন্দ্রনাথ হালদার এর মৃত্যুতে কীর্ত্তিপাশা থানা কর্তৃক রাষ্ট্রীয় সম্মাননায় শেষ কৃতদাহ নাম দিয়েছি পরাণ তোমায় নরসিদীর রায়পুরায় মেঘনার থানা বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারক লিপি প্রদান গল্প:- অচেনা সেই চোখজোড়া সুন্দরবনে অভয়ারণ্যে নিষেধাজ্ঞার মাঝেই  বিষ প্রয়োগে মাছ শিকার জীববৈচিত্র হুমকির মুখে সুন্দরবনের উপকূলে বোরো ধানের শীষে দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বপ্ন সাতকানিয়া উপজেলার ১৬ নম্বর ইউনিয়ন পরিষদে খাদ্য অধিদফতর কর্তৃক হত দরিদ্রদের মাঝে ১৫ টাকা মূল্যে খাদ্য শস্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

হোসেনপুরের গোবিন্দপুরে ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে ইমাম-ওলামাদের বিক্ষোভ

Coder Boss
  • Update Time : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২০ Time View

 

মোঃ আল আমিন, (হোসেনপুর উপজেলা) প্রতিনিধি, কিশোরগঞ্জ:

ফিলিস্তিনের গাজায় নির্বিচারে ঈসরায়েলের জঘন্যতম গণহত্যার প্রতিবাদে কিশোরগঞ্জের গোবিন্দপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় ঈমাম উলামা পরিষদ ও তৌহিদী জনতা।

শনিবার (১৯ এপ্রিল) বিকেলে হোসেনপুর উপজেলার গোবিন্দপুর বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোবিন্দপুর বাজার মসজিদের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্থানীয় ইমাম-ওলামা পরিষদ ও তৌহিদী জনতা এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন। এ সময় সমাবেশে বক্তারা বলেন, গাজাকে আজ পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। কিন্ত আমাদের বিজয় গাজাতেই হবে। ইসরায়েল তাদের পাপের ফল ভোগ করবে। আমরা আরব বিশ্বকে বলবো, আপনারা মাঠে নামুন। সবাই ঐক্যবদ্ধ হয়ে ইহুদিদের মোকাবিলা করুন। বিশ্ব মুসলমান একত্র হলে ইহুদিসহ মুসলমানদের শত্রুরা নিশ্চয়ই পরাজিত হবে। বক্তাগণ আরও বলেন, ইহুদি জাতি পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্টতম জাতি। ইহুদিরা বিভিন্ন সময়ে অনেক নবী রাসুলদের হত্যা করেছে। জাতিসংঘ ফিলিস্তিনের হত্যার ব্যাপারে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে এমন জাতিসংঘ আমরা চাই না। ওআইসি ও কোন কার্যকারী ভূমিকা রাখতে সক্ষম হয়নি। আমরা বাংলাদেশের মুসলমানরা সরকার ব্যবস্থা করে দিলে যুদ্ধেযেতেও প্রস্তুত।
যেহেতু আমাদের যুদ্ধে যাওয়ার সুযোগ নাই তাই আমরা যুদ্ধ হিসেবে ঈসরাইলি ও আমেরিকান পন্যের ব্যবহার আমাদের দেশে নিষিদ্ধ করতে পারি। আন্তর্জাতিক যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী যেখানে যুদ্ধ বন্ধের ঘোষণা দেয়া হয়েছে সেখানে সন্ত্রাসী ঈসরাইল কর্তৃক ফিলিস্তিনের ওপর বর্বর রচিত হামলা করেছে যা অত্যন্ত নিন্দনীয়। এই হামলায় পুরো মুসলিম বিশ্ব হতবাক হয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও মুসলমানদের ওপর নির্যাতন করা হচ্ছে। আমরা বাংলাদেশের মুসলমানরা জিহাদের জন্য প্রস্তুত।

প্রতিবাদ কর্মসূচীতে ইসরায়েলী পণ্য বয়কট করার ঘোষণা দেন ইমাম-ওলামাগণ ও তৌহিদী জনতা।

গোবিন্দপুর বাজার জামে মসজিদের পেস ইমাম হযরত মাওলানা কাওসারুজ্জামানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, গোবিন্দপুর বাজার জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুর্শিদ উদ্দিন, আনোয়ার শাহ হোসেনপুরী সাহেব, গোবিন্দপুর ইউনিয়ন জামাতের সভাপতি শামসুর রহমান, আবুল কালাম ফারুকী, হেফাজতে ইসলাম হোসেনপুর উপজেলা সভাপতি মাওলানা মুফতি আলমগীর হোসেন, ইমাম উলামা পরিষদের গোবিন্দপুর ইউনিয়ন সভাপতি,
স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102