মহাবিশ্বের মহাপ্রলয়ে পড়ে,
নিজেকে করেছি জীর্নশীর্ন।
একাকিত্বের দুয়ারে দাঁড়িয়ে,
হয়েছি ছিন্নভিন্ন।
শূন্যপথ কেবল শূন্যই নয়,
কত শূন্যতা যে পথের মধ্যেই রয়।
শূন্যপথ জনশূন্য দ্বারা,
কতই না মনিষী আজ দিশেহারা।
একাকিত্ব লাগে শূন্যের বেড়াজালে,
কত ভব ঘোরে সর্বস্ব হারিয়েছে মোহ জালে।
শূন্যতা লুকাতে কত মিছে হাসি,
একাকিত্ব যে পৃথিবীর এক নির্মম দাসি।
তবুও হাসির আড়ালে,
পরিপূর্ণতা আসুক যৌবনের হালে।
শূন্যের আদলে গড়া পৃথিবী
আজ বড়ই পরিপূর্ণতার অভাব,
তাইতো শূন্যতাকে ছুটি দিয়ে
পরিপূর্ণতায় হোক পৃথিবীর স্বভাব।