রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
পাশে থাকলেই সবাই আপন হয় না সখ করে স্বাধীনতা হারায় আহম্মক! মোরেলগঞ্জে ইংরেজ নীলকুঠি ধ্বংসের দ্বারপ্রান্তে ইতিহাস-ঐতিহ্যের বেদনাবহ ধ্বংসস্মৃতি কবিতাঃ গাঁয়ের জীবনকথা জগন্নাথপুরে এডভোকেট ইয়াসীন খানের সমর্থনে পৌরসভার ৩নং ওয়ার্ডে জামায়াতের উঠান বৈঠক প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ইউপি চেয়ারম্যান আব্দুল হাই ময়মনসিংহের ফুলবাড়ীয়া প্রেসক্লাব এর অফিস উদ্বোধন মাটি – মা প্রফেসর ডক্টর সন্দীপক মল্লিক সাহিত্য রসগ্রহণ অনুষ্ঠানে নতুনতারা’র প্রতিষ্ঠাতা সংবর্ধিত সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দ্বীপশিখা পদক পেলেন জগন্নাথপুরের কৃতি সন্তান শাহিনুর রহমান কারো কাছে নিজের সমস্যা বলার আগেই ভাবুন

কবিতাঃ চমকে উঠি বার বার

Coder Boss
  • Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১০১ Time View

কলমেঃ মহসিন আলম মুহিন

চমকে উঠি এ কেমন অন্যায় অবিচার,
ডাক্তারের হাতে খুন হয় সালেহা খাতুন,
যে কিনা শপথ করেছিল মানুষ বাঁচাবার,
রোগ থেকে মুক্তি দেবে বাঁচাবে রুগীর প্রাণ।।

নিদারাবাদ কাঁদে গলিত লাশের গন্ধে,
সম্পত্তির লোভে হন্তক সাজে সাধু,
শেষ রক্ষা হয়না বিচারিক ভালো মন্দে,
তবুও থামেনা অপ্রত্যাশিত মৃত্যু;
মরে সাজনীন, হারায় মিষ্টি রুনি বঁধু।।

মহাকালের সাক্ষী হয়ে সাগর চলে যায় রুনির কাছে, শেষ হয় না তবু এমন দুঃসংবাদ ছাপা! হারায় নিরাপত্তা বেষ্টিত সংরক্ষিত এলাকায় সোহাগী তনু! একই ধাঁচে চিৎকার চেঁচামেচিতে থামে না হত্যা, বাড়ে আরও! সত্য পড়ে চাপা।।

আমি কাঁদি, কাঁদে কলম, কাঁদে বিবেক, ভিজে যায়
সুন্দর শুভ্র লেখনীর পাতা! হাজারো নয়ন থেকে অশ্রু ঝরে অনেক, লাভের অংকে তবুও শূন্য পড়ে
বেশি-এ কেমন নিস্ফলতা।।

বিশ্বজিৎ রাজনীতি বুঝে না; করে নগর জীবনে জীবিকার অন্মেষণ, তাকে মৃত্যুর সার্টিফিকেট দেয় সন্ত্রাসী শ্বাপদ! অথচ যারা আঘাত করে তাদের পরিচয় শিক্ষার্থী, বসবাস বড় শিক্ষাঙ্গন; জানিনা কখন স্ব-মূলে ধ্বংস হবে ভয়ংকর সব আপদ।।

বর্ষবরণে আনন্দের মাঝে নেমে আসে কালো ছায়া, হেথায় নগ্ন হয় আমার প্রিয়জন; আমার কন্যা-বোন। আইনের লোক হারমানে, ক্লোজ সার্কিটে ধরে না তাদের
কায়া! এ কেমন অসভ্যতা আর কত হবে হৃদয়ে রক্তক্ষরণ।।

আঘাতে আঘাতে আমার সমস্ত সত্তা; চেতনা আজ জর্জরিত; কখনো স্প্রিন্টারে, কখনো গুলিতে, আবার কখনো ধারালো অস্ত্র কাটে গলা হলি আর্টিসানে। আগুনে পুড়ি; চা-পাতির আঘাত; আমি লাইফ সাপোর্টে অবিরত কখন যেন থেমে যায় আমার স্পন্দন মরণের আহব্বানে।।

শিক্ষাঙ্গন, মসজিদ, মন্দির, গীর্জা, পথ চলা রাজপথ-
সব জায়গায় আজ জনতা ভীত সন্ত্রস্ত! ঘটে অনাকাঙ্ক্ষিত অঘটন! শোলাকিয়ায় যখন লক্ষ মানুষের চলে পবিত্র ঈদের জামায়াত হেথায় চলে গুলি, চলে সন্ত্রাস হয় গ্রেনেড বিস্ফোরণ।।

ওয়ান নয়, টু নয়, সেভেন মার্ডার করে একেবারে! শীতলক্ষ্যা কাঁদে, কাঁদে কোমল প্রাণ, রঞ্জিত হয় তাদের তাজা খুনে জনপ্রতিনিধি, উকিল, দেশপ্রেমিক সহ অসংখ্য কপাল পোড়ে অথচ হত্যাকারীরা বড় নেতা, দক্ষ প্রতিনিধি, এলিট ফোর্স প্রশাসনে।।

অনেক কষ্ট, অনেক জ্বালা, অনেক উঠে আসে স্মৃতিতে। অনেককে আবার মনে পড়ে না লাগাতার মহাশোকে! সকলকেই স্মরি ব্যথা ভরা মনে-শান্তি দাও প্রভু বলি একসাথে, আর যেন এমন মৃত্যু না ঘটে বাংলা মায়ের চোখে।।

যার লেখনী স্বাধীনতা অর্জনে সহায়তা করে, তারই সুকন্যা খুন হয় মিজমিজিতে, স্বামীর হাতে! রীমার বুক ফাটা আর্তনাদে কলম সৈনিকদের হাত নড়ে, মুনিরেরও শেষ রক্ষা হয়না-খুকুরও সাজা হয় তাতে।।

আমি চমকে উঠি, চমকে উঠি বার বার, পনেরই আগষ্ট! ত্রিশ মে ঝাঁঝড়া সার্কিট হাউস! একুশে আগষ্টে চমকে উঠে সমগ্র দেশ! কাঁদে আবরারের মা, কাঁদে চব্বিশের জুলাই-আগষ্টের শহীদ স্বজনেরা, কাঁদে বাংলার মাটি, কাঁদে মানুষ, হারায়ে-“প্রিয়জন”-আমি চেয়ে চেয়ে কাঁদি! সবুজ পতাকা মাঝে লাল রয়েছে বেশ, তবে কেন এমন হবে? না-না-আর নয় খুন! চাই শাসকের সুশাসন।।

মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
থানাঃ- এনায়েতপুর
উপজেলাঃ- চৌহালী
জেলাঃ- সিরাজগঞ্জ
বিভাগঃ- রাজশাহী
দেশঃ- বাংলাদেশ
মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102