এস এম জাকারিয়া
হোসাইন (রাজ)
আমি ভালোবাসি আমাদের গ্রাম
যেখানে খেলেছি কতো,
বেড়ে ওঠা মোর সেই পাড়া গাঁয়ে
দেখিতে ছবির মতো।
সারা গ্রামজুড়ে ঘোরাঘুরি করে
খেলে বেড়াতাম মেলা,
কোন গাছে ফল ভারী মজাদার
গবেষণা সারা বেলা।
সকাল সকাল ঘুম থেকে ওঠা
কালবৈশাখীর কালে,
কুড়াতাম আম সকলে মিলিয়া
কত-না মধুর ছলে।
দুপুরের কালে ঝাঁপাতাম সবে
বড় পুকুরের জলে,
ধরিতাম মাছ ডুবো ডুবি খেলে
একটা দুইটা পেলে।
মাছগুলো নিয়ে ফিরিতাম বাড়ি
বকুনি খেতাম কতো,
ওরে বাদর,ওরে হনুমান
মায়ের বকুনি যতো।
এখন এ সব স্মৃতির পাতায়
চলে যেতে চাই সেথা,
মায়ের বকুনি, বোনের আদর
বাবার শাসন যেথা।