মোঃ মুনজুর রহমান,, স্টাফ রিপোর্টার রাজশাহী
গত ০৮ এপ্রিল ২০২৫ তারিখে দেশীয় মদ্য পানে রাজশাহীর চারঘাটে দুই জনের মৃত্যু’র সূত্র ধরে দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-৫।
১৯ এপ্রিল ২০২৫ তারিখ সময় সকাল-০৮.১৫ ঘটিকার সময় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন কৃষ্ণপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী আসামী ১। শক্তি সর্দার (৭০), পিতা- মৃত বাল্য সর্দার, ২। চামেলী সর্দার (৩৫),স্বামী-শিমুল সর্দার, ৩। শখী সর্দার (২৩), স্বামী- দিপক সর্দার, ৪। রবিন সর্দার (১৯), পিতা- মৃত মহাদেব সর্দার, সর্ব সাং- পুঠিয়া কৃষ্ণপুর, থানা-পুঠিয়া, জেলা- রাজশাহীকে গ্রেফতার করে এবং জব্দকৃত আলামত ১৪২০ লিটার চোলাই মদ উদ্ধার করে।
। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী গোষ্ঠী রাজশাহী জেলার চারঘাট-পুঠিয়া থানাধীন এলাকায় কৃষ্ণপুর গ্রামস্থ তাদের নিজ বাড়িতে বিপুল পরিমান চোলাইমদ অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে প্রস্তুত করতঃ খুচরা ও পাইকারি বিক্রয় করে আসছে। পরবর্তীতে র্যাবের গোয়েন্দা দল উক্ত অবৈধ মাদক কারবারীদের গতিবিধি পর্যবেক্ষণ করে এবং অদ্য তারিখে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান চোলাই মদ ও চোলাইমদ সংরক্ষণের পাত্র উদ্ধারসহ ০৪ জন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।
। উল্লেখ্য, ধৃত আসামীগন এলাকার চিহ্নিত চোলাই মদের প্রস্তুতকারী ও ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে নিজ বাড়িতে চোলাই মদ উৎপাদন করে আসছে। উক্ত চোলাই মদ স্থানীয় এলাকাসহ রাজশাহীর বিভিন্ন এলাকার গ্রামের যুবকদের নিকট ৫০ ও ১০০ টাকায় ছোট ছোট বোতলে বিক্রয় করে আসছিল।
। অবৈধ ও অস্বাস্থ্যকর এই মাদক সেবনের ফলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি থাকে। যার ফলশ্রুতিতে গত ০৮ এপ্রিল ২০২৫ তারিখে এই মাদক সেবনে রাজশাহীর চারঘাট উপজেলায় দুইজন যুবক মৃত্যুবরণ করে। এই ঘটনার সূত্র ধরেই অদ্য উক্ত অভিযান পরিচালনা করা হয়।
। উক্ত আসামীদের বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।