ইমরান আহমদ (গোয়াইনঘাট) প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং জুমপার ও ইসিএভুক্ত এলাকায় উপজেলা প্রশাসনের টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে।
২০ এপ্রিল রবিবার সকাল ১১:০০ টা থেকে বিকাল ৩:০০ টা পর্যন্ত গোয়াইনঘাট উপজেলার জাফলং ইসিএভুক্ত জাফলং ব্রিজ, জুমপাড়, বল্লাঘাট ও জিরো পয়েন্ট এলাকায় বিজিবি ৪৮ ব্যাটালিয়ন ও গোয়াইনঘাট থানা পুলিশ সহযোগে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি), গোয়াইনঘাট মো: সাইদুল ইসলামের নেতৃত্বে উক্ত অভিযান পরিচালনা করা হয়।
সহকারি কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম জানান, অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনে ব্যবহৃত ১০টি শেলু ও সেভ মেশিন বিনষ্ট করা হয় এবং অবৈধভাবে বালু উত্তোলনরত আরো ১৫টি বার্কি নৌকা ভাঙ্গা হয়। এছাড়া অন্তত ১০০টি নৌকা ও ১৫ টি ট্রাক হতে বালু আনলোড করে নদীতে ফেলা হয়। পাশাপাশি শ্রমিকদের জন্য অস্থায়ীভাবে নদীর পাড়ে নির্মিত ৫টি তাবু ধ্বংস করা হয়।তিনি আরোও বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।