রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম:
পাশে থাকলেই সবাই আপন হয় না সখ করে স্বাধীনতা হারায় আহম্মক! মোরেলগঞ্জে ইংরেজ নীলকুঠি ধ্বংসের দ্বারপ্রান্তে ইতিহাস-ঐতিহ্যের বেদনাবহ ধ্বংসস্মৃতি কবিতাঃ গাঁয়ের জীবনকথা জগন্নাথপুরে এডভোকেট ইয়াসীন খানের সমর্থনে পৌরসভার ৩নং ওয়ার্ডে জামায়াতের উঠান বৈঠক প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ইউপি চেয়ারম্যান আব্দুল হাই ময়মনসিংহের ফুলবাড়ীয়া প্রেসক্লাব এর অফিস উদ্বোধন মাটি – মা প্রফেসর ডক্টর সন্দীপক মল্লিক সাহিত্য রসগ্রহণ অনুষ্ঠানে নতুনতারা’র প্রতিষ্ঠাতা সংবর্ধিত সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দ্বীপশিখা পদক পেলেন জগন্নাথপুরের কৃতি সন্তান শাহিনুর রহমান কারো কাছে নিজের সমস্যা বলার আগেই ভাবুন

সুন্দরবনের উপকূলে খাদ্যের সন্ধানে জনপদে লোকালয়ে কালোমুখো হনুমান

Coder Boss
  • Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১০৮ Time View

এস.এম. সাইফুল ইসলাম কবির,বাগেরহাট:

বিশ্বের ঐতিহ্যবৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনের উপকূলে বাগেরহাটের ফকিরহাট উপজেলার বিভিন্ন এলাকায় বিগত কয়েকদিন থেকে লোকালয়ে ঘুরতে দেখা যাচ্ছে একটি মুখপোড়া হনুমান। হনুমানটিকে যেখানে দেখা যাচ্ছে সেখানেই উৎসুক জনতা ভিড় করছে।

স্থানীয়রা জানান, খাবার দিলে সামনে আসছে হনুমানটি। আবার খাবার নিয়ে ঘরের কিংবা দোকানের ছাদে বসে খাচ্ছে।
মুখপোড়া হনুমানটি যেন শিশু-কিশোরদের খুশি বাড়িয়ে দিয়েছে।

রবিবার১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকায় দেখা যায়। হনুমানটিকে দেখেতে ছুটে আসেন আগত রোগী ও রোগীর লোকজনসহ সাধারন মানুষ। এ সময় হাসপাতালে আসা লোকজন দোকান থেকে খাবার কিনে খেতে দিলে হনুমানটিকে হাত খাবার তুলে নিয়ে যাচ্ছে। উপস্থিত সকলকে দারুণ আনন্দ উপভোগ করতে দেখা যায়। সেখানে কিছু সময় থাকার পর হনুমানটিকে অন্য দিকে ছুটতে থাকে। তাকে দেখে পিছু নিচ্ছে শিশু-কিশোর থেকে শুরু করে নানা বয়সী মানুষ। আবার কেউ কেউ হনুমানটিকে দেখে বিরক্ত করলে আতঙ্কিত হয়ে হনুমানটি কখনো বাড়ির ছাদে কখনো দোকানের ছাদে উঠে পড়ছে।

কয়েকজন পথচারী জানান, কয়েকদিন থেকে হুনুমানটি উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে। এটি একটি বিলুপ্তি প্রায় মুখপোড়া হনুমান। উৎসুক মানুষ তাকে কলা-রুটি ও বিভিন্ন কাঁচা সবজি, ফলমূলসহ নানা রকমের খাবার খেতে দিচ্ছে। খাবার পেলে সে নিচে নেমে আসছে। আবার খাবার নিয়ে সে উপরে চলে যায়।

স্থানীয়রা জানান, এই হনুমানটি সম্ভবত যশোরের কেশবপুর থেকে এসেছে। খাদ্যের সন্ধানে কোনো পরিবহনের ছাদে উঠে আসতে পারে। হনুমানটিকে কেউ বিরক্ত না করার জন্য সকলকে আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102