কলমেঃ পূজা নস্কর
===========
মুখোশধারিদের পর্যাপ্ত একটা নাম হোক,
ওদেরকে কেউ আলো দাও,
ঈর্ষার আগুনে পুড়ছে ওরা।
পায়ের তলার মাটি ভঙ্গুর হচ্ছে ক্রমশ
তলিয়ে যাচ্ছে অন্ধকারের অতলে।
হাতছানি দিয়ে ডাকছে ধ্বংসের লেলিহান শিখা
মিথ্যে দিয়ে যাই হোক চরিত্র গড়া যায় না ;
শেষ করে দেওয়ার কৌশলে ওরা আজ মেতে উঠেছে,
ভগ্ন সিঁড়িতে দাঁড়িয়ে চিৎকার করছে ক্রমশ…
ওরা ভুলে গেছে ওদের কৌশল,
ওকে কেউ দমাতে পারবে না ,
উঠে দাঁড়াবে সবার সম্মুখে।
সৃষ্টিকে ওরা অস্বীকার করে
নাটক মঞ্চস্থ হওয়া প্রয়োজন সমাজের দর্পন।