এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে গাছের ডাল কাটতে গিয়ে সিদ্দিক হোসেন (৫০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
গতকাল রবিবার বিকেলে (২০ এপ্রিল) সজিনা গাছের ডাল কাটতে গিয়ে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের রামনগর এলাকায় এ ঘটনা ঘটে। সিদ্দিক হোসেন রামনগর এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।
পরবার সূত্রে জানা গেছে, গতকাল দুপুরের পর সাজিনা গাছের ডাল কাটতে গিয়েছিল সিদ্দিক হোসেন। সাজিনা গাছের ওপর দিয়ে পল্লী বিদ্যুৎতের ৩৩ হাজার ভোল্টের লাইন থাকায় অসাবধানতার কারণে গাছের ডাল গিয়ে বৈদ্যুতিক লাইনে স্পর্শ করলে সেখানেই তার মৃত্যু হয়। সন্ধ্যা হয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন সাজিনা গাছের নিচে গিয়ে মৃত অবস্থায় দেখতে পায়।
আজ সকালে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ছুটিতে থাকায় বিষয়টি আমার জানা নেই।